এবার নরওয়ের পতাকাবাহী জাহাজে হুতিদের হামলা


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 12-12-2023

এবার নরওয়ের পতাকাবাহী জাহাজে হুতিদের হামলা

ইয়েমেন উপকূলের কাছ দিয়ে যাওয়া নরওয়ের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে হুতি বিদ্রোহীরা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ৷

‘সবধরনের সতর্ক সংকেত উপেক্ষা করায়’ ঐ ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছেন তিনি৷ ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি বলেছিল, ইসরাইলের দিকে যাওয়া সব জাহাজকে লক্ষ্য বানানো হবে, সেটি যে দেশেরই হোক না কেন ৷

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, স্ট্রিন্ডা নামের ঐ ট্যাঙ্কারে ‘ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে'৷

প্রাইভেট গোয়েন্দা সংস্থা আমব্রে ও ড্রায়াড গ্লোবাল জানিয়েছে, অ্যারাবিয়ান পেনিনসুলা থেকে পূর্ব আফ্রিকাকে পৃথক করা বাব আল-মান্ডেব প্রণালীর কাছে এই হামলা হয়েছে৷ যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের হিসেবে, বিশ্বে যত তেল সাগরপথে পরিবহণ করা হয় তার প্রায় ১০ শতাংশ এই প্রণালী ব্যবহার করে ৷

স্ট্রিন্ডা ট্যাঙ্কার পরিচালনাকারী সংস্থার প্রধান নির্বাহী গায়ার বেলসনেস হামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷ ‘‘সব ক্রু সুস্থ ও নিরাপদ আছেন,'' বলেও জানান তিনি৷ মালয়েশিয়া থেকে পাম তেল নিয়ে সুয়েজ খাল হয়ে ইটালি যাচ্ছিল স্ট্রিন্ডা৷

রেড সি দিয়ে যাওয়া বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে হুতি৷ ইসরাইলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রও ছুড়েছে তারা৷ ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি হুতির হুমকির বিষয়টি দেখভালের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

বিশ্লেষকেরা বলছেন, কয়েক বছর ধরেইয়েমেনে যুদ্ধ করার কারণে হুতিরা হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফিরে পাওয়ার চেষ্টা করেছে৷ গত নভেম্বরে হুতিরা ইয়েমেনে কাছে রেড সিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ জব্দ করেছিল৷ সেটি এখনও আটকে রাখা হয়েছে৷ ২০১৬ সালে মার্কিন নৌবাহিনীর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতি নিয়ন্ত্রিত এলাকায় থাকা তিনটি রাডার ধ্বংস করে দিয়েছিল৷


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]