জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রাষ্ট্রদূতরা।
রাষ্ট্রদূতরা হলেন- ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ এহ্মাদ মারুফ, মিসরের রাষ্ট্রদূত ওমার মোহি এলদিন আহমেদ ফাহমি, ভ্যাটিক্যান সিটির এপস্টলিক নানসিও কেভিন র্যান্ডাল এবং শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বিরাক্কডি।
এর আগে বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।