শাকিবহীন বাংলাদেশের জয়, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানে জিতলেন তাইজুলেরা


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 02-12-2023

শাকিবহীন বাংলাদেশের জয়, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানে জিতলেন তাইজুলেরা

টেস্টে দ্বিতীয় বার নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। এর আগে কিউইদের মাঠে তাদের হারিয়েছিল তারা। এ বার নিজেদের ঘরের মাঠেও নিউ জ়িল্যান্ডকে পরাস্ত করল বাংলাদেশ। শাকিব আল হাসানহীন দল দাপটে দেখাল কিউইদের বিরুদ্ধে। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে প্রথম টেস্ট খেলতে নেমেই জয় বাংলাদেশের। দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গেলেন শান্তরা।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রান তোলে। জবাবে নিউ জ়িল্যান্ড তোলে ৩১৭ রান। কেন উইলিয়ামসন শতরান করেন। গ্লেন ফিলিপ্স (৪২) এবং ড্যারিল মিচেল (৪১) চেষ্টা করলেও বড় রান তুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৩৮ রান। সেই ইনিংসে শতরান করেন শান্ত। অধিনায়ক হয়েই প্রথম ম্যাচে শতরান করেন তিনি। মুশফিকুর রহিম ৬৭ রান করেন। মেহেদি হাসান মিরাজ করেন ৫০ রান। নিউ জ়িল্যান্ডের সামনে ৩৩২ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ।

শেষ ইনিংসে লক্ষ্যপূরণ করতে পারলেন না উইলিয়ামসনেরা। তাইজুল ইসলামের দাপট দেখলেন কিউইরা। বল হাতে শাকিবের অভাব ঢেকে দিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। তিনি বার বার সমস্যায় ফেললেন উইলিয়ামসনদের।

বিশ্বকাপে মাত্র দু'টি ম্যাচে জয়ের পর সমালোচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্পনসর হারায় তারা। কিউইদের বিরুদ্ধে স্পনসরহীন ভাবেই খেলতে নেমেছিলেন শান্তরা। তাঁদের জার্সিতে কোনও সংস্থার লোগো দেখা যায়নি। তার উপর দলের অভিজ্ঞ ক্রিকেটার এবং নিয়মিত অধিনায়ক শাকিব ছিলেন না। খেলেননি লিটন দাসও। তার পরেও শক্তিশালী কিউইদের বিরুদ্ধে জয় তুলে নিলেন শান্তরা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]