পিছলে পড়ার শঙ্কা কাটল বার্সার


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-11-2023

পিছলে পড়ার শঙ্কা কাটল বার্সার

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল বার্সেলোনা। এবারও একই শঙ্কায় ছিল দলটি। মঙ্গলবার রাতে পোর্তকে ২-১ গোলে হারিয়ে ওই শঙ্কা উড়িয়ে দিয়েছে জাভির দল। 

পর্তুগালের দুই ফুটবলার জোয়াও ক্যানসেলো ও জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগিজ ক্লাবকে হারিয়েছে কাতালানরা। 

তবে ম্যাচে প্রথমে লিড নিয়েছিল পোর্ত। ৩০ মিনিটে দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করেন। ২ মিনিট পরে ওই গোল শোধ করেন কেনসেলো। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফেলিক্স বার্সাকে লিডে তুলে নেন। Read more Baji Live

এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠেছে বার্সা। তবে ম্যাচটা হারলেই বিপদ বাড়তো তাদের। সেক্ষেত্রে পোর্ত উঠে যেত দ্বিতীয় রাউন্ডে। 

গ্রুপে শেষ ম্যাচে সমান ৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে থাকা পোর্ত ও শাখতার দোনেস্ক শেষ ম্যাচে মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল চলে যাবে শেষ ষোলোয়। ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকা পোর্ত সুবিধা পাবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]