'কোরানে বিশ্বাসী মুসলিমরা দেশ ছাড়ুন!', হুঁশিয়ারি নেদারল্যান্ডসের হবু প্রধানমন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-11-2023

'কোরানে বিশ্বাসী মুসলিমরা দেশ ছাড়ুন!', হুঁশিয়ারি নেদারল্যান্ডসের হবু প্রধানমন্ত্রীর

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা গির্ট ওয়াইল্ডার্স মুসলমানদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। ওয়াইল্ডার্স বলেন, 'যে সব মুসলিম ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে কোরানে বেশি বিশ্বাস করে তাদের দেশত্যাগ করা উচিত।'

ফ্রিডম পার্টি (পিভিভি) নেতা ওয়াইল্ডার্স বলেছেন, 'এই ধরনের মুসলিমরা একটি ইসলামিক দেশে গিয়ে বসবাস করতে পারে যারা কোরানে বিশ্বাস করে।

নেদারল্যান্ডসে তাদের জন্য কোনও স্থান নেই। সেখানে অনেকেই আছেন যারা দেশের চেয়ে কোরানে বেশি বিশ্বাস করেন।'

উল্লেখ্য, নেদারল্যান্ডসের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন উগ্র ডানপন্থী ও ইসলাম বিরোধী রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্স। ভোটের প্রায় সমস্ত এক্সিট পোল অনুসারে, তাঁর পার্টি ফর ফ্রিডম (পিভিভি) দল ডাচ পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে। আর সত্যিই এমনটা হলে এই ফলাফল ইউরোপে গভীর প্রভাব ফেলতে পারে। ইসলামের তীব্র সমালোচনা এবং কঠোর অভিবাসন নীতির কারণে ওয়াইল্ডার্স প্রায়শই শিরোনামে থাকেন‌।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামবিরোধী গ্রেটের জয় শুধু নেদারল্যান্ডের রাজনীতিই নয়, ইউরোপের (Europe) রাজনীতিকেও নাড়া দেবে। একটি এক্সিট পোল প্রকাশ করেছে যে, গির্ট ওয়াইল্ডার্স পার্টি ফর ফ্রিডম (পিভিভি) এই নির্বাচনে সবচেয়ে এগিয়ে থাকবে। এক্সিট পোল অনুযায়ী, ওয়াইল্ডার্সের দল ১৫০টি আসনের মধ্যে ৩৫টি আসন জিতে অন্য সব দলের থেকে এগিয়ে থাকবে। তবে এককভাবে জিতবেন না, ফলে সরকার গঠনে অসুবিধা হতে পারে। 

গির্ট ওয়াইল্ডার্সের বিতর্কিত ভাবমূর্তির পরিপ্রেক্ষিতে তিনি কীভাবে অন্য নেতাদের সরকার গঠনে রাজি করাতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। এমনকী, তিনি তাঁর নির্বাচনী প্রচারের সময়েও ইসলাম বিরোধী নানা মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, এই ভোটের প্রচারেই ওয়াইল্ডার্স তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে মসজিদ এবং মাথার স্কার্ফ নিষিদ্ধ করার কথাও বলেছিলেন। উল্লেখ্য, এই নেতাই বিজেপির নূপুর শর্মার করা মন্তব্যকে সমর্থন জানিয়েছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]