সড়কে ঝরল আরও ১০ জনের প্রাণ। রাজবাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ মারা গেছেন তিনজন। এ ছাড়া বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও চারজনের।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সারাদেশের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি মাহেন্দ্র। এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে হয়। এতে মাহেন্দ্র চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
একইদিন নরসিংদীর মারজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি মাইক্রোবাসের। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালকসহ তিনজন।
দ্রুতগতি এবং ওভারটেক করার চেষ্টাই দুর্ঘটনার কারণ বলছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হলেও পলাতক রয়েছে বাসের চালক।
এ ছাড়া গোপালগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও চারজন মারা গেছেন। আহত হন বেশ কয়েকজন।
রাজশাহীর সময় / এম আর