এক বছর জেল খেটার পর মুক্তি পেলো ৯ ছাগল !


তুরজিম তানজিম : , আপডেট করা হয়েছে : 28-11-2023

এক বছর জেল খেটার পর মুক্তি পেলো ৯ ছাগল !

শুনতে আশ্চর্য লাগলেও ঘটনা সত্যি। টানা এক বছর জেলে খেটে শেষ পর্যন্ত মালিকের কাছে ফিরেছে ৯ ছাগল। বাংলাদেশের বরিশালে এই ঘটনা ঘটে। শুক্রবার  ৯ ছাগলকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বরিশাল সিটি কর্পোরশনের(বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লা। প্রায় ১ বছর ওইসব ছাগলকে আটকে রাখা হয়েছিল সিসিসির খোঁয়াড়ে।

সিসিসি সূত্রে খবর, গত বছর ওই ৯ ছাগল। বরিশাল সিটির কবরস্থানে ঢুকে  ঘাস ও গাছপালা খেয়ে ফেলে। সেই অপরাধে ছাগলদের ১ বছর জেলে (খোঁয়াড়ে) রাখার নির্দেশ দেন শহরের তত্কালীন মেয়র। সম্প্রতি ওইসব ছাগলের মালির শাহরিয়া রাজিব তাঁর ছাগলগুলিকে ছেড়ে দেওয়ার আবেদন করেন মেয়রের কাছে। সেই আবেদনে মন গলেছে মেয়রের। তিনি ওই ৯ উন্নত প্রজাতির ছাগল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। শেষ পর্যন্ত ছাগলগুলিতে তুলে দেওয়া রাজিবের হাতে।

ছাগলগুলিকে রাজিবের হাতে তুলে দেওয়ার সময়ে ছবি তুলে রাখে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা। বাংলাদেশের এই ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে ভারতের উত্তরপ্রদেশের জালাউন জেলা প্রশাসন ৮টি গাধাকে গ্রেফতার করে। তাদের অপরাধ তারা উরাই জেলের বাইরে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গাছপালা খেয়ে ফেলেছিল। টানা ৪ দিন জেলে আটক থাকার পর তাদের জেলে থেকে মুক্তি দেওয়া হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]