ক্যানসার আক্রান্ত রবিনের জীবন বাঁচাতে সহযোগিতার আকুতি


কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) , আপডেট করা হয়েছে : 26-11-2023

ক্যানসার আক্রান্ত রবিনের জীবন বাঁচাতে সহযোগিতার আকুতি

ক্যানসারে আক্রান্ত যুবক রবিনের (২২) জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সহযোগিতার আকুতি জানিয়েছেন স্বজনরা। রবিন নওগাঁর রাণীনগর উপজেলার একডালা গ্রামের মোহাতাব আলীর ছেলে। বর্তমানে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন রয়েছেন।

রবিনের বড় ভাই ফিরোজ হোসেন জানান,সংসারে অভাব অনটোনের জন্য গত দুই বছর ধরে চট্রগ্রাম একটি গার্মেন্টসে শ্রমীক হিসেবে কাজ করে আসছিলেন। গত তিন মাস আগে অসুস্থ্য হয়ে পরেন। পরে হাসপাতালে নিলে পলীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ইউয়িং সারকোমা নামক ক্যানসার ধরা পরে। বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন রয়েছেন। তাকে ভারতে নিয়ে চিকি’সা করাতে প্রায় ১০লক্ষ টাকা ব্যায় হবে। কিন্তু এতো টাকা ব্যায় করে চিকি’সা করানোর মতো সামর্থ নেই পরিবারের। ফিরোজ জানান,সংসারে একমাত্র মাথা গোঁজার ঠাই বাড়ীর মাত্র চার শতক জায়গা ছাড়া আর কিছু নেই। বর্তমানে থেরাপীতে যে পরিমান টাকা ব্যায় হচ্ছে তাও যোগান দিতে পারছিনা। চোখের সামনেই তিলে তিলে জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই ভাইয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থবান এবং হৃদয়বানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

সহযোগিতা পাঠাতে সোশ্যাল ইসলামী ব্যাংক আবাদপুকুর হাট এজেন্ট শাখা যাহার হিসাব নং-৯৯০১১৯০০৫৯৬৩৬,বিকাশ নং-০১৭৫৭ ৬৫৪৬৪৪।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]