পুঠিয়ায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-03-2022

পুঠিয়ায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। পুঠিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ। পরে একে একে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মৎস্য অফিস, উপজেলা নির্বাচন অফিসারের কার্য়ালয়, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বেলা ১০ টায় ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ’র নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়া উপজেলার সকল শিশু সদন, শিশু পরিবার, থানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন ও সকল মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। 

রাজশাহীর সময়/এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]