অবশেষে হামাসের সঙ্গে সমঝোতা করতে রাজি হল ইজরায়েল


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-11-2023

অবশেষে হামাসের সঙ্গে সমঝোতা করতে রাজি হল ইজরায়েল

অবশেষে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হল ইজরায়েল। হামাসের হাতে থাকা পণবন্দিদের মুক্ত করতেই ইজরায়েলের শাসকগোষ্ঠী এই সমঝোতায় আসতে রাজি হয়েছে বলে জানা গেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যদি তার হাতে থাকা পণবন্দিদের মুক্তি দেয়, তাহলে ইজরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি প্যালেস্তাইনিদের ছেড়ে দেবে মধ্যপ্রাচ্যের ইহুদি অধ্যুষিত ভূখণ্ডটির সরকার।

এখন অপেক্ষা কেবল হামাসের জবাবের। হামাস যদি ইতিবাচক সাড়া দেয়, সেক্ষেত্রে সহজেই একটি সমঝোতা হতে পারে বলে জানানো হয়েছে ইজরায়েলের তরফে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছিলেন, গাজায় ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করতে আমেরিকা তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, 'দু'পক্ষের মধ্যে একটি সমঝোতার একটি পরিবেশ তৈরি হচ্ছে।'‌ প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সকালে ইজরায়েলে অতর্কিতে হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। তারপর পণবন্দি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই পণবন্দিদের মধ্যে ইজরায়েলিদের সংখ্যা ১০৪। বাকি ১৩৮ জনের মধ্যে ব্রিটেন, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]