দীর্ঘ বিরতীর পর ‘ঋণী সমুদ্র’ দিয়ে ফিরলেন কণ্ঠশিল্পী নাফিস কামাল


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 17-03-2022

দীর্ঘ বিরতীর পর ‘ঋণী সমুদ্র’ দিয়ে ফিরলেন কণ্ঠশিল্পী নাফিস কামাল

নব্বই দশকের শেষের দিকের অত্যন্ত জনপ্রিয় `এই দেশে এক শহর ছিল (এলোমেলো)’ গানের কণ্ঠশিল্পী নাফিস কামাল দীর্ঘদিন বিরতির পর আবারও গানে ফিরেছেন। সম্প্রতি তার তার নতুন গান ‘ঋণী সমুদ্র’ এর মিউজিক ভিডিও নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজ এবং ইউটিউব চ্যানেল এ প্রকাশ হয়েছে। প্রকাশের পরপর -ই গানটি শ্রোতা মহলে অত্যন্ত সমাদৃত হচ্ছে। 

গানটির কথা লিখেছেন মুর্তজা খান লোদি, সুর করেছেন তুষার রহমান, আর্ট ডিরেক্টর ছিলেন তামান্না তাসমীম ও গানটির ভিডিও সম্পাদনা করেছেন সাকিব নিলয়। 

নব্বই দশকে তার প্রথম গান ‘এলোমেলো’ ইত্যাদি তে প্রচার হওয়ার পরেই কন্ঠশিল্পী হিসেবে শ্রোতাদের নিকট অত্যন্ত জনপ্রিয়তা পান নাফিস কামাল। ‘এলোমেলো’ ও ‘অনুভবে একা’ যথাক্রমে  তার প্রথম ও দ্বিতীয় অ্যালবাম । এই দুটি অ্যালবাম এর  কিছু খুবই জনপ্রিয় গানের মাঝে উল্লেখযোগ্য  ‘মাঝরাতের গান’, ‘নামবে রাত্রি’, ‘ভালোবাসার টাকা’, ‘আজ এই বিশ্ববিদ্যালয়’, "চিরকালের মা", "পাড়ার চাওয়ালা", "জীবনের ফুটপাথ", "একদিন গানের জলসাতে", "দু'দন্ড মুখোমুখি" ইত্যাদি । 

দেশের স্বনামধন্য শিল্পীবর্গ যেমন নির্মলেন্দু গুন্, কাওসার আহমেদ চোধুরী, কাজী রোজি, লাকি আখন্দ, নকিব খান, পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, আলী আকবর রুপু, মোহাম্মদ রফিকুজ্জামান, বাপ্পা মজুমদার, লিটন অধিকারী রিন্টু র সাথে তিনি কাজ করেন এই দুটি অ্যালবামে । সুরকার হিসেবে ফোয়াদ নাসের বাবু, আশিকুজ্জামান টুলু, সৈয়দ কল্লোল, শামাউন শাফকাত (শাশা) সহ অনেকে উল্লেখ্য।

কণ্ঠশিল্পী নাফিস কামাল বলেন, ‘দীর্ঘদিন নিজের ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকায় গানের ক্যারিয়ার থেকে একটু দূরে থাকলেও গান সবসময়ই তার হৃদয়ের খুব কাছে ছিল। মানুষ এখনো তার গান পছন্দ করে। শ্রোতাদের  এই ভালোবাসা থেকেই দীর্ঘদিন পর আবার গানটা শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার নতুন গান "ঋণী সমুদ্র" ছাড়াও আরো বেশ কিছু নতুন গান  খুব শিগগিরই  প্রকাশ করার পরিকল্পনা আছে। এই নতুন গানগুলো আমার হৃদয়ের খুব কাছের, এবং সঙ্গীত এবং ভক্তদের প্রতি তার ভালবাসা  প্রকাশ করার উপায়। অসংখ্য প্রিয়জন, পরিচিতজন এবং ভক্তদের ভালবাসা এবং সমর্থন এই নতুন যাত্রায় আরো বহুদূর এগিয়ে নিবে বলে বিশ্বাস।’ 

রাজশাহীর সময়/এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]