নাটোরে ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২০ নভেম্বর) সকালে নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মোছা. সাথী খাতুন (২৫)। তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার হিমেলের স্ত্রী এবং নাটোরের একটি কম্পানির নারী শ্রমিক ছিলেন।
পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সকালে একটি অটোভ্যানে (ইঞ্জিন চালিত ভ্যান) কম্পানিতে যাচ্ছিলেন চার শ্রমিক।
রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে ছেড়ে আসা এক ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে চার শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়।
ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।