পশ্চিম তীরে সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান ব্লিঙ্কেনের


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 17-11-2023

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান ব্লিঙ্কেনের

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজের সঙ্গে টেলিফোনে এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘ব্লিঙ্কেন পশ্চিম তীরে উত্তেজনা কমানোর জন্য জরুরি প্রদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন, যার মধ্যে ক্রমবর্ধমান বসতি স্থাপনকারী চরমপন্থি সহিংসতার মোকাবিলা অন্যতম।’

ব্লিঙ্কেন গাজায় মানবিক সহায়তা প্রদান, হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ যেন বৃহত্তর সংঘাতে পরিণত না হয় সে বিষয়েও আলোচনা করেছেন।

ব্লিঙ্কেনের মন্তব্য ঠিক সেই সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে এবং গাজার বেশ কয়েকটি বড় হাসপাতালে ও তার আশপাশে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বৃহস্পতিবার জানিয়েছে, উত্তরের শহর জেনিন ও এর আশপাশের শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি স্নাইপার ও ৮০টিরও বেশি সামরিক যান।

ওয়াফা অনুসারে, জালবোন, বেইট কাদ, ফাককা ও দেইর আবু দাইফসহ জেনিনের আশপাশের বেশ কয়েকটি গ্রামেও অভিযান চালানো হয়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের অফিস (ওএইচসিএ) অনুসারে প্রতিদিন গড়ে তিনটি থেকে বেড়ে সাতটি সহিংসতার ঘটনা ঘটছে। সূত্র: আলজাজিরা


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]