গাজায় নবজাতকদের ইনকিউবেটরের জায়গায় ফয়েল পেপারে রাখা হচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2023

গাজায় নবজাতকদের ইনকিউবেটরের জায়গায় ফয়েল পেপারে রাখা হচ্ছে

যুদ্ধের ফলে গাজায় জ্বালানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে জ্বালানি আগে শেষ হয়ে গিয়েছে। এর ফলে নবজাতকদের ইনকিউবেটর থেকে বের করে আপাতত অপরিণত নবজাতকগুলোকে বিছানায় ফয়েল মুড়ে রাখা হয়েছে। ভয়াবহ এই ছবি ফুটে উঠেছে গাজার আল-শিফা হাসপাতালে।ক্রমাগত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতাল।

এর আশপাশের রাস্তায় গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটির জ্বালানি ফুরিয়ে গেছে আগেই। এতে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র, শিশু বিভাগ, অক্সিজেন ডিভাইসগুলোসহ বন্ধ হয়ে গেছে উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির চিকিত্‍সা কার্যক্রমও। এতে সোমবার পর্যন্ত সেখানে মোট ছয়টি অপরিণত নবজাতকের মৃত্যু হয়েছে, আর রোগী মারা গেছে নয়জন।

আল-শিফার এমন পরিস্থিতিতে অপরিণত নবজাতকদের বাঁচিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অক্সিজেন সরবরাহ ফুরিয়ে যাওয়ায় ইনকিউবেটর থেকে সরিয়ে তাদের ফয়েল পেপারে মুড়িয়ে গরম জলের পাশে রাখা হচ্ছে। এ বিষয়ে হাসপাতালটির পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, অপরিণত নবজাতকদের ইনকিউবেটর থেকে বের করে তাদের উষ্ণ রাখতে ফয়েল পেপারে মুড়িয়ে গরম জলের পাশে রাখা হয়েছে। আল-শিফা হাসপাতালের একটি ছবি প্রকাশ করেছে।

এতে দেখা যায়, বেশ কয়েকটি নবজাতককে বিছানায় একসঙ্গে রাখা হয়েছে। এর আগে হাসপাতালের ইনকিউবেটরে ছিল তারা। পরিচালক আবু সালমিয়া আরও বলেন, 'বিদ্যুতের অভাবে হাসপাতালের ভেতরের কোনো অপারেটিং রুম কাজ করছে না। যাঁদের অস্ত্রোপচার প্রয়োজন, তাঁরা মারা যাচ্ছেন। আমরা কিছুই করতে পারছি না।'


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]