ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরাই। সোমবার (১৩ নভেম্বর) বিমান হামলা চালিয়ে গাজা শহরের সাবরা মহল্লার আল-সালাম মসজিদ গুড়িয়ে দেয়া হয়েছে।
সোমবার ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এর মধ্যদিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬০টিরও বেশি মসজিদ গুড়িয়ে দিল ইসরাইলি বাহিনী।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, যুদ্ধ চলাকালীন সময়েও প্রার্থনা বা উপাসনার জায়গাগুলো ঐতিহ্যগত সম্পত্তি হিসেবে বিশেষ সুরক্ষা পাওয়ার কথা। কিন্তু ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদ ও গির্জায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে।
এর আগে গাজার এনডাউমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছিল, গাজায় ইহুদি সেনা আগ্রাসনে গুড়িয়ে গেছে মন্ত্রণালয়ের সদর দফতর, কোরআন আর্কাইভ বিভাগ ও রেডিও স্টেশন।
এছাড়া চলমান সংঘাতে উপত্যকার একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের আগ্রাসন থেকে গাজা উপত্যকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে উপাসনালয় কোনো কিছুই বাদ যাচ্ছে না।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। তাতে দেশটিতে ১ হাজার ২০০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হয় আরও ২ শতাধিক ইসরাইলি ও বিদেশী নাগরিক। এরপর হামাস শাসিত গাজায় হামলা শুরু করে ইসরাইল যা গত ৩৮ দিন ধরে অব্যাহত রয়েছে।
হামলায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৪০ শতাংশই শিশু। গত শুক্রবারের পর মৃতের সংখ্যার হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ হাসপাতালের যোগাযোগ ব্যবস্থা ধ্বসে যাওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।