হামাসের হাতে পণবন্দি ইজরায়েলিদের মুক্তি চেয়ে তেল আভিভে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-11-2023

হামাসের হাতে পণবন্দি ইজরায়েলিদের মুক্তি চেয়ে তেল আভিভে বিক্ষোভ

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে পণবন্দি ইজরায়েলিদের মুক্ত করে আনার দাবিতে ইজরায়েলের রাজধানী তেল আভিভে বিক্ষোভ। শনিবার রাতভর চলা এই বিক্ষোভে কয়েক হাজার ইজরায়েলি অংশ নেন। হামাসের হাতে বন্দি হওয়া অনেক ইজরায়েলির আত্মীয় পরিজনেরাও এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নাওম পেরি'র বাবাকে নির ওজ শহর থেকে অপহরণ করা হয়েছে। ইজরায়েলি সংবাদপত্র হারেত্‍জকে নাওম পেরি বলেন, 'প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যরা যেন বিজয়ের কথা না বলেন, গাজাকে ধুলিস্যাত্‍ করে দেওয়ার কথাই না বলেন। তারা যেন লোকজনকে ঘরে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেন।'

ইজরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে, গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় প্রায় ১২০০ ইজরায়েলি নিহত হন এবং হামাস সদস্যরা ২৪০ জনের বেশি ইজরায়েলিকে পণবন্দি করেন। এরপর থেকে চলমান যুদ্ধে ১১ হাজারের বেশি প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শিশু।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]