রশ্মিকার ডিপফেক ভিডিও কাণ্ডে এফআইআর দায়ের করল পুলিশ


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 11-11-2023

রশ্মিকার ডিপফেক ভিডিও কাণ্ডে এফআইআর দায়ের করল পুলিশ

অভিনেত্রী রশ্মিকা মান্ধানার মুখ বিকৃত করে যে ভিডিওটি বানানো হয়েছে, তা নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়া। এমন ঘৃণ্য কাজের অপরাধে কড়া আইনি পদক্ষেপ করার দাবি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। অভিনেত্রী নিজেও ক্ষোভপ্রকাশ করেছেন। এবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন এক তরুণী। জানা গিয়েছে, তাঁরই মুখ বিকৃত করে সেখানে রশ্মিকার মুখ বসানো হয়েছে। তীব্র প্রতিবাদ জানিয়ে এমন কাজের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

তরুণীর নাম জারা প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী আদতে ব্রিটিশ নাগরিক। ভাইরাল ভিডিও নিয়ে বেশ ক্ষুব্ধ জারা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রসঙ্গে তিনি নিজের মতামত জানিয়েছেন। সেই স্টোরি বর্তমানে রীতিমতো ভাইরাল। অনেকেই ওই স্টোরির স্ক্রিনশট নিয়ে আলাদা করে পোস্ট করছেন।

জারা লিখেছেন, “সম্প্রতি এমন একটি ভিডিও আমার নজরে এসেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে, কেউ আমার শরীর আর জনপ্রিয় বলিউড অভিনেত্রীর মুখ ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করেছে। এমন বিকৃত ভিডিওর সঙ্গে আমি কোনওভাবেই জড়িত নই এবং এসব দেখে আমি খুবই বিরক্ত এবং চূড়ান্ত হতাশ। আমার তো এখন সেইসব মেয়েদের কথা ভেবে চিন্তা হচ্ছে, যাঁরা এরপর থেকে সামাজিক মাধ্যমে নিজেদের ছবি-ভিডিও পোস্ট করতে ভয় পাবেন। দয়া করে ইন্টারনেটে এখন যা দেখবেন, সেটা নিয়ে একটু ভাববেন আর ফ্যাক্ট-চেক করে নেবেন। এখানে সবসময় যা দেখা যায় তা সত্যি হয় না।”

এদিকে রশ্মিকা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কোনও আইনি পদক্ষেপ করেছেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে তিনি একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, “ভাইরাল হওয়া এই ডিপফেক ভিডিও নিয়ে আমি খুবই কষ্ট পেয়েছি। প্রযুক্তির এভাবে অপব্যবহার করা খুবই ভয়ঙ্কর বিষয়। শুধু আমার না, অন্য মেয়েদের কথা ভেবে বেশি ভয় লাগছে।”


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]