বারাক ওবামা বলেন, ‘মিশেল ও আমি টিকা নিয়েছিলাম এবং বুস্টারও নিয়েছি।’ তিনি বলেন, ‘সংক্রমণ কমা সত্ত্বেও এটি টিকা নেয়ার একটি সতর্কতা যদি আপনি না নিয়ে থাকেন।’
অপরদিকে চিকিৎসকরাও জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট করোনায় সংক্রমিত হলেও তার বিশেষ কোনো উপসর্গ নেই। করোনার সবচেয়ে কম ক্ষতিকর ভ্যারিয়েন্টে তিনি সংক্রমিত হয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর সংখ্যায় এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সারাবিশ্ব তদারককারী জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার পর্যন্ত দেশটিতে ভাইরাস সংক্রমণে আট কোটি ১১ লাখ ৭৪ হাজার ছয় শ’ ৭৭ জন শনাক্ত হয়েছে এবং নয় লাখ ৯৩ হাজার আট শ’ ১১ জনের ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।
রাজশাহীর সময় / এম জি