যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নির্বাচন গত শুক্রবার (১০ নভেম্বর) ক্যামব্রিজের মোর এলেমেন্টারি স্কুলে সান্ধ্যকালীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার অনুষ্ঠিত ভোটে অর্ধ সহশ্রাধিক ভোটার উপস্থিত হলেও নির্বাচন কমিশনের গাফিলতির ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক ভোটার উপস্থিত সকল ভোটারদের ভোট গ্রহন করতে না পারায় অনেকেই ফেরত গেছেন। নির্বাচন কমিশনের লোকবল খুবই কম এবং অদক্ষ সহকারী কমিশনারদের ধীরগতির ফলে ভোটাররা ফেরত গেছেন বলে অনেকেই অভিযোগ করেছন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
সরেজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দের ভিতরে লাইনে গিয়ে একটি প্যানেলের জন্য ভোট চাচ্ছেন বেইনের স্বঘোষিত বর্তমান সভাপতি পারভীন বাবু। সেখানে আপত্তি করার মত অপর প্যানেলের কেউই ছিলেন না। নির্বাচন কমিশন নিষেধ জারি করায় প্রার্থীরা সহজেই কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। তানভির-তাজ-শান্তা পরিষদের সভাপতি প্রার্থী তানভীর মুরাদ বলেন, আমি বেইনের বর্তমান কমিটির সাধারন সম্পাদক অথচ আমি ভিতরে প্রবেশ করতে পারছি না।
খোকা-সাজু-রাজিব পরিষদের সভাপতি প্রার্থী মাহবুব ই-খোদা (খোকা) বলেন, আমি নিজের ভোট এখন দিতে পারি নাই, কারণ প্রচুর মানুষ প্রচন্ড ঠান্ডার মধ্যে বাইরে অপেক্ষা করছে। তাদের ভোট প্রদান শেষ না হলে আমি কীভাবে তাদের সামনে গিয়ে নিজের ভোট দেই। নিজের বিবেকের কাছেই যেন খটকা লাগে। আজ শনিবার তিনি নিজের ভোট প্রদান করবেন বলে জানান।
এদিকে প্রচন্ড ঠান্ডায় দীর্ঘ লাইনে অপেক্ষা করে ক্ষুব্ধ হয়ে অর্ধ শতাধিক ভোটার ফেরত গেছে। তারা অনেক দূর থেকে বহু আশা করে ভোট দিতে এসেছিলে। কিন্তু নির্দিষ্ট সময়ে নিজেদের ভোট দিতে না পারায় ফেরত গেছেন। এদের মধ্যে অনেকেই বলেন আগামীকাল তাদের কাজ আছে তাই ভোট দিয়ে আসতে পারবেন না।
কেন্দ্র ঘুরে দেখা গেছে ব্যালট দু'টি বাক্স চেয়ারের উপরে বসানো। স্বচ্ছ বাক্সের উপরের ঢাকনা টেপ দিয়ে মোড়ানো হয়েছে। যে কোন সময়ে সেটি খুলে ভোট ঢোকানো যাবে এমন সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন পর্যবেক্ষক কাজী নকিব উদ্দিন, ড. আব্দুল হাকিম, নিউ হ্যাম্পশয়ারের জনপ্রতিনিধি মোহাম্মদ আবুল শাহীন ও আকরাম ভুঁইয়া। পরে বিষয়টি কথা হয় উভয় প্যানেলের ক্যাম্পেইন ম্যানেজার ওসমান গনি ও মহিউদ্দিনের সাথে। তারাও এ বিষয়টি নিয়ে সন্দেহ পোষন করেন। তারা বলেন, ব্যালট বাক্স কীভাবে সংরক্ষণ করা হবে ভোট গ্রহণ শেষে সকলের মতামতের ভিত্তিতে তা সিদ্ধান্ত নেওয়া হবে। ভোট গ্রহন শেষে ক্যামব্রিজ পুলিশের হেফাজতে রাখা হয়েছে ব্যালট বাক্স। ব্যালট পেপারের টিক চিহ্নের বক্স সাধারনত ডান পাশে থাকার কথা কিন্তু ধুরন্ধর নির্বাচন কমিশনের প্রধান সালাউদ্দিন খান সৈকত টিক চিহ্ন বক্সকে বাম পাশে এমন ভাবে বসিয়ে দিয়েছেন যাতে কেউ ভুল করে নামের ডান পাশে বক্সে টিক চিহ্ন দিলেই তার মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চলে যাবে।
বোস্টনে ভালো শিক্ষিত মানুষ খুঁজে না পাওয়ায় মুদি দোকানের সাবেক এক ক্যাশিয়ার মোঃ আব্দুল জলিল চৌধুরী সহকারী নির্বাচন কমিশনার নির্বাচিত করেন। তিনি সম্মানিত ভোটার এবং বেইনের নির্বাচিত সাবেক সভাপতি মোহাম্মদ বেলালকে বাম হাতে ব্যালট পেপার দিতে দেখা গেছে। বিষয়টি উপস্থিত অনেকের কাছেই দৃষ্টি কটু মনে হয়েছে। তিনি একজন নির্বাচন পর্যবেক্ষককে (নাম প্রকাশে অনেচ্ছুক) কাছে থেকে দূরে সরিয়ে যেতে বললে তিনি প্রতিবাদ করেন। এ সময় তিনি তার সাথে তর্কে লিপ্ত হন, এক পর্যায়ে তাকে মারার জন্য চেয়ার তোলেন। যা স্কুলের সিসিটিভির ক্যামেরায় সংরক্ষিত রয়েছে। পরে নির্বাচন কমিশনার এবং বেইনের অনির্বাচিত বর্তমান সভাপতি পারভীন বাবু উক্ত নির্বাচন পরিদর্শকের কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দু;খ প্রকাশের পর ক্ষমা চান।
নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত নিজের ক্ষমতাবলে ভোট কেন্দ্রে প্রবেশকালে ছবি, ভিডিও এবং মোবাইল ফোন নিষিদ্ধ/বন্ধ ঘোষনা করেন। যা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম। মার্কিন প্রেসিডেন্ট কিংবা বাংলাদেশের সংসদ নির্বাচনেও এমন আইনের কথা কেউ শোনেননি। এ বিষয়টি নিয়ে আলোচনা করলে উপস্থিত নির্বাচন পর্যবেক্ষকরা হাসাহাসি করেন।
নির্বাচন কমিশনের প্রধান সালাউদ্দিন খান সৈকত নির্বাচন পরিদর্শকের জন্য একজন মিদিয়া কর্মীদের অনুমতি দেন। তিনি কয়েক ঘন্টা কেন্দ্রের ভেতরে অবস্থান করে সব কিছু অবলোকন করেন। পরে বেইনের অনির্বাচিত বর্তমান সভাপতি পারভীন বাবু আপত্তি জানালে নির্বাচন কমিশনার ও পুলিশের সহায়তায় তাকে কেন্দ্র থেকে বের করে দেন। কারণ ঐ সংবাদকর্মী গত বছর অক্টোবর মাসে বেইনের অনির্বাচিত বর্তমান সভাপতি পারভীন বাবুর জেলবন্দি লম্পট স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারাবাহিক সংবাদ পরিবেশন করেন। তার সেই সংবাদ দেশ ও প্রবাসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মার্কিন কৃষ্ণাঙ্গ নারীর ধর্ষণ চেষ্টা শ্লীলতাহানীর অপরাধে পারভীন বাবুর স্বামী এখনও কারাগারেই রয়েছেন।
উল্লেখ্য, বেইনের কার্যকরী পরিষদের ১৫টি পদের জন্য এবারে দু’টি প্যানেলে ৩০ প্রার্থী লড়াই করছেন। এবারের নির্বাচনে স্বজনপ্রীতি ও ভোট কারচুপির লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনতন্ত্র পরিপন্থি ‘ডাকযোগে ভোট গ্রহণের’ ঘোষনা দিলে ক্ষুব্ধ হয়ে উঠেন একটি প্যানেলের প্রার্থীরা। নির্বাচন কমিশনের কাছে জোর আপত্তি জানায়। কিন্তু নির্বাচন কমিশন তাদের অভিযোগ আমলে না নিয়ে নিজের মনগড়া সিদ্ধান্তে অটল থাকেন। ফলে নিরুপায় হয়ে তাদের আইনজীবির মাধ্যমে আদালতের শরণাপন্ন হন খোকা-সাজু-রাজিব পরিষদ। আইনজীবির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গবার (৭ নভেম্বর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায় লরেন্স সুপরিয়র কোর্টের বিজ্ঞ বিচারক জেনিস ডব্লিউ. হাউ উক্ত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।
নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত জানান, আদালতের নিষেধাজ্ঞা মাথায় রেখে আমরা সংবিধান মোতাবেক আমরা আজ শুক্রবার (১০ নভেম্বর) সান্ধ্য ভোট ও আগামীকাল শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী ভোট গ্রহন করবো। তবে রাতের অন্ধাকারে অগ্রিম ভোট গ্রহণ ও ভুয়া ভোটারের সম্পর্কে তিনি কিছুই জানায়নি।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অপর প্যানেল তানভির-তাজ-শান্তা পরিষদে সাথে যোগসাজসের অভিযোগ পাওয়া গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া যায়। ভোট গ্রহণের নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে তানভির-তাজ-শান্তা পরিষদকে সাথে নিয়ে বিভিন্ন শহরে গিয়ে রাতের অন্ধকারে ভোট গ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ ছিল গঠনতন্ত্র পরিপন্থি ‘ডাকযোগে ভোট প্রদান’ প্রক্রিয়া। শুরু থেকেই খোকা-সাজু-রাজিব পরিষদ ডাকযোগে ভোট প্রদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। নির্বাচন কমিশন খোকা-সাজু-রাজিব পরিষদের কোন অভিযোগকে গুরুত্ব দেননি। ফলে নিরুপায় হয়ে খোকা-সাজু-রাজিব পরিষদ আদালতের শরণাপন্ন হন। আইনজীবির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গবার (৭ নভেম্বর) ম্যাসাচুসেটসের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায় উক্ত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।
বেইনের সভাপতি হলে মাহবুব-ই খোদা (খোকা) যা করতে চান:
মাহবুব-ই খোদা (খোকা) বলেন, বেইনের সভাপতি নির্বাচিত হলে প্রবাসীদের জন্য জনকল্যাণমূলক সকল প্রকার কাজে প্রবাসীদের সার্বিক সহযোগিতা প্রদান করবো। নতুন অভিবাসীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অসহায় ও বয়স্ক অভিবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহাযোগিতা প্রদান করাই হবে প্রধান লক্ষ্য। এছাড়াও প্রথম ও প্রধান দায়িত্ব হবে বাস্তবতাকে সংজ্ঞায়ীত করা। তাই আমি বলতে চাই, আমাদের উদ্দেশ্য হলো এমনিভাবে বেইনকে একতার বন্ধনে আবদ্ধ করে একটি পরিপূর্ণ মানবিক, আত্নিক, সহমর্মী ও যুগোপযোগী সংগঠনে পরিনত করা।
সম্মানিত কমিউনিটি, আমাকে আমার সুপ্ত ইচ্ছা আর প্রতিভায় আমিত্বের এক সংযোগ করে দিয়েছে, এই কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আর বেইনের দীর্ঘদিনের অনিয়ম নিরসনে।
বেইনের সভাপতি হলে তানভীর মুরাদ যা করতে চান:
তানভীর মুরাদ বলেন, বেইনের সভাপতি নির্বাচিত হলে একটা স্পেশাল ফিউনারেল ফান্ড করবো,যার মাধ্যমে ধর্ম মত নির্বিশেষে সকলেই কবর বা সৎকারে সাহায্য পাবে। বেইনের জন্য একটি অফিস সহ প্রপার্টি কিনবো। লোগান এয়ারপোর্ট এ বাংলা ভাষাকে যোগ করবো, অফিসিয়াল ভাষা হিসেবে বেইনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করবো বিনামূল্যে অভিবাসন পরামর্শ দেয়া হবে। বাংলাদেশিদের জন্য একটি খেলার মাঠ সারা বছরের জন্য ভাড়া নিবো এবং মসজিদের জন্য লাউড্স্পীকার ব্যবহার করার অনুমতি নিবো।