পাচারকারীদের হাত থেকে দুই শিশুকে উদ্ধার করল পুলিশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2023

পাচারকারীদের হাত থেকে দুই শিশুকে উদ্ধার করল পুলিশ

গাইবান্ধার ফুলছড়ি রেলস্টেশনে কৌতূহলবশত ট্রেনে উঠে বগুড়ার সান্তাহার জংশনে চলে আসা দুই শিশু বন্ধুকে পাচারকারীদের খপ্পর থেকে রক্ষা করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, অভিভাবকদের ডেকে এনে শুক্রবার শিশু দুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু দুটি হলো- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের আবদুল খলিলের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাকিল আহম্মেদ (১১) এবং তার বন্ধু একই এলাকার আবদুস সালামের ছেলে ও মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র রাশেদুল ইসলাম (১২)।

পুলিশ ও স্বজনরা জানান, একই এলাকার শাকিল আহম্মেদ ও রাশেদুল ইসলাম ঘনিষ্ঠ বন্ধু। সব সময় এক সাথে চলাফেরা ও খেলাধুলা করে। বৃহস্পতিবার বিকালে দুই বন্ধু বাড়ির কাছে গাইবান্ধার ফুলছড়ি রেলস্টেশনে আসে। এ সময় বোনারপাড়া ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেন স্টেশনে থামে। কৌতূহলবশত দুই বন্ধু ট্রেনে ওঠার পরপরই ট্রেন ছেড়ে দেয়। ফলে তারা ট্রেন থেকে নামতে পারেনি। রাত পৌনে ১০টার দিকে টেন বগুড়ার সান্তাহার জংশনে পৌঁছলে তারা দুজন নেমে যায়। এরপর তারা প্ল্যাটফরমে ঘোরাফেরা করছিল। কিছু লোকজন শিশু দুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি প্ল্যাটফরমের দায়িত্বে থাকা রেল পুলিশের নজরে আসে। পুলিশ শিশু দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে ওসি মোক্তার হোসেনকে জানান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]