ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টোল প্লাজায় একাধিক প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত তিন জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে মুম্বাইয়ের বান্দ্রা ওয়ারলি সি লিঙ্কা প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশের সিনিয়র অফিসার কৃষ্ণকান্ত উপাধ্যায় বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টোলপ্লাজার ১০০ মিটার আগে একটি মার্সিডিজ গাড়িকে দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় টয়োটা ইনোভা মডেলের একটি গাড়ি। পরে গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় টয়োটা গাড়িটি টোল সারিতে থাকা আরও দু-তিনটি গাড়িকে ধাক্কা দেয়।
তিনি বলেন, এ ঘটনায় মোট ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
টয়োটা ইনোভার চালক আহত হয়েছেন। তাকে পুলিশ আটক করেছেন। এছাড়া গাড়িটি জব্দ করা হয়েছে।
৫.৬ কিলোমিটার দীর্ঘ আট লেনের বান্দ্রা-ওয়ারলি সি লিঙ্ক পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রাকে দক্ষিণ মুম্বাইয়ের ওয়ারলি সঙ্গে সংযুক্ত করেছে। সাম্প্রতিক সময়ে এই সড়কটিতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।