প্রেক্ষাগৃহে আদর-মানসীর ‘যন্ত্রণা’


বিনোদন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2023

প্রেক্ষাগৃহে আদর-মানসীর ‘যন্ত্রণা’

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতির ‘যন্ত্রণা’।

আজ শুক্রবার (১০ নভেম্বর) দেশজুড়ে ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ভালোবাসা ও অ্যাকশননির্ভর সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক আদর আজাদ বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে আমি আর প্রকৃতি প্রথমবার একসঙ্গে কাজ করেছি। আশা করছি, আমাদের রসায়ন দর্শকের ভালো লাগবে।’ 

সিনেমা নিয়ে অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, ‘লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। পুষ্পকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। বাণিজ্যিক সিনেমায় অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছে আরিফুর জামান আরিফের। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিয়েছি। দ্বিতীয় সপ্তাহে এ সংখ্যা আরো বাড়বে। প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘‘যন্ত্রণা’’ সবার ভালো লাগবে। সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।’ 

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন—শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]