মেদ কমানোর অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু ব্রাজিলিয়ান সুন্দরীর


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2023

মেদ কমানোর অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু ব্রাজিলিয়ান সুন্দরীর

হাঁটুতে লিপোসাকশন অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রাজিলের এক ইনফ্লুয়েন্সার। কিন্তু সেই অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। অস্ত্রোপচার চলাকালীনই চার বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর জেরেই মৃত্যু হয়েছে তাঁর। জনপ্রিয় ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সারের নাম লুয়ানা আন্দ্রাদে।

সাও পাওলোর হাসপাতালে লিপোসাকশন অস্ত্রোপচারের সময় তাঁর মৃত্যু হয়েছে।

ব্রাজিলের সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচার যখন আড়াই ঘণ্টা পেরিয়েছে তখন আন্দ্রেদার হৃদযন্ত্র হঠাত্‍ই কাজ করা বন্ধ করে দেয়। তা দেখে চিকিত্‍সকরা ফ্যাট রিমুভাল অস্ত্রোপচার বন্ধ রেখে তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তাতেও বাঁচানো যায়নি আন্দ্রেদার প্রাণ। শারীরিক পরীক্ষায় জানা গিয়েছে, ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সারের পালমোনারি এমবোলিজম নামে এক ফুসফুসের সমস্যা ছিল। সেই সঙ্গে ছিল থ্রম্বোসিসের সমস্যা।

এ বিষয়ে সাও পাওলোর ওই হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, "অস্ত্রোপচারে বিঘ্ন ঘটে। পরীাক্ষা করে জানা যায় রোগীর মারাত্মক থ্রম্বোসিসের সমস্যা রয়েছে। রোগীকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। হেমোডাইনামিক চিকিত্‍সাও করানো হয়েছিল।" মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ আন্দ্রেদাকে মৃত ঘোষণা করা হয়।

আন্দ্রেদার মৃত্যুতে শোকাহত তাঁর পরিবারের লোকেরা এবং প্রেমিক। আন্দ্রেদার প্রেমিক জোয়াও হাডাড ইনস্টাগ্রামে লিখেছেন, "আমি ভেঙে পড়েছি। সবই দুঃস্বপ্ন মনে হচ্ছে। আমার একটা অংশ আর নেই।" ব্রাজিলের এই মডেলের মৃত্যুতে শোকাগ্রস্ত ব্রাজিল। ব্রাজিলিয়াল সুপারস্টার ফুটবলার নেইমারও শোক প্রকাশ করেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]