মানুষকে সবজির বাক্স ভেবে আছড়ে ফেলল রোবট। গুরুতর আহত হয়ে মৃতু্য হল ওই ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। জানা গিয়েছে, ৪০ বছর বয়সি ওই ব্যক্তি একটি সবজির গুদামে কাজ করতেন। কাজ চলাকালীনই রোবটের আচমকা আক্রমণে তাঁর মৃতু্য। প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার রোবটের আঘাতে আক্রান্ত হলেন দক্ষিণ কোরিয়ার ব্যক্তি।
জানা গিয়েছে, সবজির গুদাম থেকে বাক্সে ভরে পাঠিয়ে দেওয়ার কাজ করতেন ওই ব্যক্তি। সবজি ভরা বাক্স কনভেয়ার বেল্টে তুলে দিত রোবট। সেই কাজ চলাকালীনই হঠাত্ ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে কনভেয়ার বেল্টে ছুড়ে দেয় সে। গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাঁর দেহের অন্তত ৫০টি জায়গায় আঘাত লাগে। থেঁতলে যায় তাঁর মুখ ও বুক। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। সূত্রের খবর, দিন দুয়েক আগেই রোবটটির কাজে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করেছিলেন ওই ব্যক্তি। রোবটের পরীক্ষাও করেন তিনি। কিন্ত্ত তাতেও লাভ হয়নি।
চলতি বছরেই মার্চ মাসে রোবটের আক্রমণে গুরুতর আহত হন ৫০ বছর বয়সি এক ব্যক্তি। গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন তিনি। কর্ম ক্ষেত্রেই রোবটের হাতে আক্রান্ত হন। গুরুতর আহত হলেও জীবিত রয়েছেন ওই ব্যক্তি।