পেনসিলভেনিয়ায় বাংলাদেশি হত্যার প্রতিবাদে প্রবাসীদের সমাবেশ


ইমা এলিস, নিউ ইয়র্ক , আপডেট করা হয়েছে : 09-11-2023

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি হত্যার প্রতিবাদে প্রবাসীদের সমাবেশ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া বাংলাদেশি হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলাডেলফিয়াতে আপারডার্বীর মসজিদ আল মদিনার উদ্যোগে গত মঙ্গলাবার অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মাহবুবুর রহমানসহ সকল হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবি জানানো হয়। পেনসিলভেনিয়ার প্রায় ৩০টিরও অধিক সংগঠন এবং বৃহত্তর ফিলাডেলফিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা প্রতিবাদ সভায় যোগ দেন।  

প্রতিবাদ সভায় সকল বক্তার বক্তব্যেই উঠে আসে বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে আর কোন মায়ের বুক খালি না হয়। উল্লেখ্য বৃহত্তর ফিলাডেলফিয়াতে গত ৩৫ বছরে মোট ৬ জন বাংলাদেশি বংশোদ্ভূত (হেলাল, অপু, সাজু, জেমস, আসিফ এবং মাহবুবুর) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

প্রতিবাদ সভায় বাংলাদেশিরা ছাড়াও আপার ডার্বি টাউনশিপ মেয়র বারবারান কেফার্স, স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা এইচ. কারি এবং হিদার বয়েড, ডেলাওয়্যার কাউন্টি জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার, স্টেট সিনেটর টিম কার্নি এবং অ্যান্থনি এইচ উইলিয়ামস, ডিষ্টিক্ট অ্যাটর্নি অফিস থেকে আগত লেঃ ডেনিয়েল ব্রুক এবং পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার জে ল্যামার স্টুয়ার্ট, আপার ডার্বি টাউনশিপ স্কুল বোর্ডের পরিচালকদের সভাপতি এডওয়ার্ড ব্রাউন, কাউন্সিলম্যান এবং কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট হাফিজ তিউনিস, কাউন্সিল এ্যার্ট লার্জ এবং সেক্রেটারি মেচেল বিলেপ, কাউন্সিল এ্যার্ট লার্জ এবং সভাপতি ব্রায়ান বার্ক এবং কাউন্সিল এ্যার্ট লার্জ লরা উইন্টজে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মসজিদ আল মদিনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সভা পরিচালনা করেন কাউন্সিলম্যান শেখ সিদ্দিক। বক্তাগণ মাহবুবুর রহমান সহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। প্রতিবাদ সভার শুরুতে মসজিদের ইমাম এবং ডাইরেক্টর মুফতি রায়হান কুরান তেলওয়াত এবং সবাইর জন্য দোয়া পড়েন। বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিশিষ্ট মূলধারার রাজনীতিবিদ আবু আমিন রহমান। তিনি বলেন, আমাদেরকে প্রশাসনের বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে সকল হত্যার বিচারের জন্য। এছাড়াও ভবিষ্যতে আমাদের করণীয় কী তা তিনি ব্যাখ্যা করেন। আবু আমিন রহমানের পরপরই মসজিদের সভাপতি জিয়াউর রহমান উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের নিকট সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতার এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

প্রেসিডেন্টের বক্তব্যর পরপরই শেখ সিদ্দিক মঞ্চে আহ্বান জানান আপার ডার্বি টাউনশিপ মেয়র বারবারান কেফার্সকে হত্যাকারীর গ্রেফতারের অগ্রগতি সম্বন্ধে উপস্থিত সবাইকে জানানোর জন্য। এই বিষয়ে মেয়র সিটির পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ এবং অপরাধীকে গ্রেফতারের সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান। মঞ্চে আসেন পুলিশ ক্যাপ্টেন এবং বিস্তারিত ব্যাখ্যা করেন গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে। এরপর আসেন ডেলাওয়্যার কাউন্টি জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার। তিনি উপস্থিত সকলকেই আশ্বস্ত করেন যে, অপরাধীকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় স্থানীয় সরকার, স্টেট এবং ফেডারেল সরকারের সকল প্রকার সহযোগিতা গ্রহণ করার মাধ্যমে আজ হউক কাল হউক আসামিকে গ্রেফতার করবেনই।

এরপর ধারাবাহিক ভাবে বক্তব্য রাখেন আপার ডার্বি টাউনশিপ স্কুল বোর্ডের পরিচালকদের সভাপতি এডওয়ার্ড ব্রাউন, স্টেট রিপ্রেজেনটিভ জিনা এইচ. কারি এবং হিদার বয়েড, স্টেট সিনেটর টিম কার্নি এবং অ্যান্থনি এইচ উইলিয়ামস, ডিষ্টিক্ট এটর্নি অফিস থেকে আগত লেঃ ডেনিয়েল ব্রুক এবং পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার জে ল্যামার স্টুয়ার্ট, কাউন্সিলম্যান এবং কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট হাফিজ তিউনিস, কাউন্সিল এ্যার্ট লার্জ এবং সেক্রেটারি মেচেল বিলেপ, কাউন্সিল এ্যার্ট লার্জ এবং সভাপতি ব্রায়ান বার্ক এবং কাউন্সিল এ্যার্ট লার্জ লরা উইন্টজসহ আরো অনেকে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]