হিজাব না পরায় ২০ জন ইরানি অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-11-2023

হিজাব না পরায় ২০ জন ইরানি অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় ২০ জন অভিনেত্রীর নাম প্রকাশ করে বলেছে, হিজাব না পরে বাইরে বের হওয়ায় তাঁরা কাজ করতে পারবেন না। গতমাসের শেষদিকে ওই তালিকা প্রকাশের পরে সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী মহম্মদ মেহদি ইসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাঁদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না।

এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি রয়েছেন। ২০১৬ সালে মুক্তি পাওয়া 'দ্য সেলসম্যান" সিনেমায় অভিনয় করে তিনি খ্যাতি পান। সিনেমাটির পরিচালক আসগার ফারহাদি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার পুরস্কার পেয়েছিলেন।

জানা গেছে, আলিদুস্তি আগে হেডস্কার্ফ পরতেন। বিদেশে গেলেও এর ব্যতিক্রম করতেন না। কিন্তু গত বছর ইরানের নীতিবিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তারের পর ২২ বছর বয়সি মাহসা আমিনির মৃত্যু হলে ইরানে বিক্ষোভ শুরু হয়। সে সময় বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে আলিদুস্তি ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি প্রকাশ করেছিলেন, যেটিতে তাঁর মাথায় হিজাব ছিল না। তাঁর হাতে ধরা কাগজে লেখা ছিল 'নারী, জীবন, স্বাধীনতা'। ছবিটি প্রকাশের পর আলিদুস্তিকে আটক করা হয়েছিল। দুই সপ্তাহ পর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।

কাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আলিদুস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, 'আমি তোমাদের হেডস্কার্ফ পরার বাধ্যবাধকতা মানব না, যেটা থেকে এখনও আমার বোনদের রক্তে ঝরছে।'


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]