নতুন রেকর্ড গড়ল শাহরুখ খানের 'জওয়ান'!


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 07-11-2023

নতুন রেকর্ড গড়ল শাহরুখ খানের 'জওয়ান'!

শাহরুখ খানের জওয়ান নিয়ে মাতামাতি কমছে না এখনও। শুধু ২০২৩ সালের নয়, বলিউডের ছবির ইতিহাসে এমন অভাবনীয় সাফল্যের মুখ দেখেনি কোনও সিনেমা। একসময় যারা 'জিরো' বলেছিল শাহরুখকে, স্টারডম নিয়ে তুলেছিল প্রশ্ন, তারা এখন মুখ লোকাতে ব্যস্ত। ইতিমধ্যেই বিশ্বব্যপী ১১০০ কোটির ব্যবসা করে সর্বাধির উপার্জিত হিন্দি ছবি হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন কিং খান।

নতুন করে কোন রেকর্ড গড়ল এই সিনেমা।

জওয়ান বানিয়েছেন দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমার। মুক্তি পেয়েছিল ৭ সেপ্টেম্বর। দক্ষিণের তারকাদের উপস্থিতি ছিল ছবিজুড়ে। ছিলেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামানি। ছবিতে বেশ বড়সড় কেমিও করেন দীপিকা পাড়ুকোনও। তাও আবার বিনা পারিশ্রমিকে। রেড চিলিজ প্রোডাকশনের ব্যানরে আসে এই সিনেমা।

বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, যা পরিচিত ছিল আগে টুইটার নামে। সেখানে লেখেন প্রায় ৩.৯২ কোটি লোক হলে এসেছে জওয়ান দেখতে। হিন্দি সিনেমার ইতিহাসে যা সর্বোচ্চ।

সুমিত কাদেল লেখেন, 'প্রেক্ষাগৃহে জওয়ান দেখতে ৩.৯২ কোটি লোকের পা পড়েছে। যা হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। ওটিটি-তে মুক্তি পাওয়ার পরও জওয়ান চলছে সিনেমা হলে। সপ্তম সপ্তাহে- হিন্দি ২.২৮ কোটি, ডাবিং ভার্সন ১১ লাখ, অষ্টম সপ্তাহে হিন্দি ৮৪ লাখ, নবম সপ্তাহে (তিন দিন) ২৪ লাখ।'

সুমিত জওয়ানের আয়ের অঙ্ক শেয়ার করে লিখলেন, ভারতে ছবির আয় ৫৮৩.৪৫ কোটি, ডাবিং ৬০.৪৪ কোটি। ভারতে মোট আয় ৬৪৩.৮৯ কোটি। আর বিশ্বব্যপী আয় ১১৫১.৭৩ কোটি।

আপাতত শাহরুখ খানের ভক্তরা অধীরে অপেক্ষাকরছেন ডাঙ্কি মুক্তির। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। আগে বেশ কয়েকবার সুযোগ এলেও, দুজনের একসঙ্গে কাজ করা হয়নি নানা কারণে। কিং খানের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছিল টিজার। ছবিতে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমন ইরানি। ২২ ডিসেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তা সিনেমা হলে সংঘর্ষ করবে প্রভাসের সালারের সঙ্গে।

সলমনের টাইগার ৩-তেও কথা রয়েছে শাহরুখের কেমিওর। যদিও তা নিশ্চিত নয় এখনই। তবে শাহরুখ আর সলমনকে জলদি দেখা যাবে টাইগার ভার্সেস পাঠান-এ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]