পাকিস্তানে বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 04-11-2023

পাকিস্তানে বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯

পাকিস্তানে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) ভোরে পাঞ্জাব প্রদেশের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানায়, হামলায় তিনটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ৯ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মিয়ানওয়ালি ট্রেনিং এয়ারবাসে হামলা চালাতে গিয়ে ‘সন্ত্রাসীরা’ ব্যর্থ হয়েছে। সেনাদের দ্রুত পদক্ষেপের কারণে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ৯ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
 
যে কোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এলাকাটিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করার জন্য একটি ব্যাপক যৌথ ক্লিয়ারেন্স এবং চিরুনি অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
 
এর আগে শুক্রবার (৩ নভেম্বর) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।

এতে পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন পুলিশ ও কতজন সাধারণ নাগরিক রয়েছে- এ বিষয়ে কোনো তথ্য জানাননি উদ্ধার কর্মকর্তারা।
 
দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আদনান জানান, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। তবে এটি আত্মঘাতী বোমা হামলা ছিল, নাকি আগে থেকেই সেখানে বোমটি পুঁতে রাখা হয়েছিল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাননি তিনি।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]