মসজিদে বিয়ের উপকারিতা


ইব্রাহীম হোসেন সম্রাট , আপডেট করা হয়েছে : 14-03-2022

মসজিদে বিয়ের উপকারিতা

মসজিদে বিয়ে সম্পন্ন হলে এতে একটা বিশেষত্ব আছে। ঘরে বিয়ে পড়ালে দেখা যায়-কেউ গল্প-গুজব করছে, কেউ সিগারেট টানছে, কেউ ভিন্ন কাজে মশগুল-যেনো সবাই উদাসীন। অথচো বিয়ের মুহূর্তটি এমন যখন দুটি প্রাণীর নতুন জীবনের ভিত্তি স্থাপিত হচ্ছে। এ মুহূর্তে তাদের জন্য দোয়ার দরকার রয়েছে। 

বিয়ের অনুষ্ঠানে বেশি লোক দাওয়াত দেয়ার উদ্দেশ্য এটাই, যাতে দুজনের নতুন জীবনের ভিত্তি তৈরির মুহূর্তে বেশি লোকের দোয়া থাকে। এজন্য ঘরে ও মসজিদে বিয়ের মধ্যে আসমান-জমিনের পার্থক্য। 

কেন উপকারিতা দেখুন- 

বিয়ের অনুষ্ঠানে মসজিদে যারা উপস্থিত তারা সবাই অজুর সাথে থাকে। যারা ঘরে ঘরে বিয়ে অনুষ্ঠিত হলে সিগারেট টানতো, গল্প-গুজব করতো তারা এখানে সিগারেট টানছে না, গল্প করছে না৷ কারণ-এটা মসজিদ, মন আল্লাহর প্রতি মনোনিবেশত আর ভালো কথাবার্তা চলছে৷ 

বিয়ে সম্পন্ন হবার পর দোয়ার সময়ও মন আল্লাহর দিকে ঝুঁকে। বস্তুত ছেলে-মেয়ে আপনার দোয়ায় উপঢৌকন লাভ করছে মসজিদে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ায়। কারণ এটা সম্মিলিত হবার সময়। এজন্য অনকেই সৎ ও ভালো লোকদের দোয়া পাবার জন্য শুক্রবার অথবা অন্যদিন মসজিদে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে থাকেন৷ 

এই সমাবেশে হাজারো আলেম, পীর-মাশায়েখ, হাফেজ, ক্বারী হাজির হয়ে থাকেন। জানা নেই, কত তাহাজ্জুদ আদায়কারী লোক এখানে এসেছেন!  তাদের সাবার দোয়া পাবার সৌভাগ্য হবে। তাদের দোয়ার বরকতে দাম্পত্যজীবন সুখময় হয়ে উঠবে৷ ইনশাআল্লাহ 

মসজিদে  বিয়ে হওয়ার জন্য আপনিও এখন থেকে নিয়ত করতে পারেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]