তাইওয়ানে চীনের আক্রমণ হবে ‘বৈধ’


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 03-11-2023

তাইওয়ানে চীনের আক্রমণ হবে ‘বৈধ’

চীন তাইওয়ান আক্রমণ করলে তা একটি ‘ন্যায় ও বৈধ যুদ্ধ’ হবে বলে মন্তব্য করেছেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) লেফটেন্যান্ট জেনারেল হে লেই। এই যুদ্ধ ‘বিদেশী হস্তক্ষেপ দমন করার’ একটি ক্যাম্পেইনে পরিণত হবে বলে তার ভাষ্য।

তাইওয়ান নিউজ জানিয়েছে, দশম বেইজিং জিয়াংশান ফোরামে একথা বলেন পিএলএ’র ওই কর্মকর্তা। 

জেনারেল হে লেই বলেন, চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একমাত্র সদস্য যারা সম্পূর্ণভাবে অন্যান্য অঞ্চল একীভূতকরণ সম্পন্ন করেনি। তাইওয়ান চীনের একটি ‘অবিভাজ্য’ অংশ। ফলে সেটি ‘অবশ্যই চীনের সঙ্গে একীভূত হবে’।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারবার বলে আসছেন, তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করতে বেইজিংয়ের শক্তি প্রয়োগের অধিকার রয়েছে।

২০২২ সালে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের সময় বক্তৃতায় শি জিনপিং বলেছিলেন, “আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণভাবে একীভূতকরণের পদক্ষেপ চালিয়ে যাব। আমরা কখনই শক্তির প্রয়োগ বাদ দেওয়ার প্রতিশ্রুতি দেব না। সকল প্রয়োজনীয় পথ আমরা খোলা রাখব।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]