বিশ্ব স্বাস্থ্য সংস্থা : সায়মা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক নির্বাচিত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-11-2023

বিশ্ব স্বাস্থ্য সংস্থা : সায়মা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক নির্বাচিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) পরিচালক নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ। গতকাল বুধবার নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে ভোটাভুটিতে সদস্য দেশগুলো সায়মা ওয়াজেদকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক মনোনীত করে বলে সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে। তিনি পাঁচ বছর মেয়াদে এ পদে মনোনীত হন।
নয়াদিল্লি থেকে এক ফেসবুক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ৫ বছর এই দায়িত্ব পালন করবেন। ওই পদের জন্য সায়মা ওয়াজেদের প্রতিদ্ব›দ্বী ছিলেন নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়, সুইজারল্যান্ডের জেনেভায় ২০২৪ সালের ২২ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় ডব্লিউএইচওর ১৫৪তম অধিবেশনে এই মনোনয়ন জমা দেয়া হবে।
নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ আগামী ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, ভারতসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১০টি সদস্য দেশের গোপন ভোটাভুটিতে সায়মা ওয়াজেদ পান ৮ ভোট। আর তার প্রতিদ্ব›দ্বী নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য পান ২ ভোট।
সায়মা ওয়াজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কন্যা। সায়মা ওয়াজেদ হলেন প্রথম বাংলাদেশি যিনি ডব্লিউএইচও’র এরকম একটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন। অটিজম বিশেষজ্ঞ হিসেবে ইতোমধ্যেই আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন সায়মা ওয়াজেদ। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সরকার সায়মা ওয়াজেদকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য মনোনয়ন দেয়। সায়মা ওয়াজেদের এই বিজয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তিত্বরা।
সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণা কর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে।
আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। গতকাল বুধবার এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে তিনি বিশ্বদরবারে আরেকবার বাঙালি জাতিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে, বিশ্বখ্যাত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের মেধা-মনন-প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার সর্বদা বাংলাদেশ এবং বাঙালি জাতির গৌরবময় অর্জন ও মহিমান্বিত সাফল্যে নেতৃত্ব দিয়েছে। সায়মা ওয়াজেদ পুতুল আজ তারুণ্যের অনুকরণীয় আদর্শ ও স্বপ্নজয়ের উজ্জ্বল প্রতীক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]