দেশের গর্ভবতী নারীদের পুষ্টিসহায়ক এক প্রকল্পে ২১ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৩১৫ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের প্রায় ১৭ লাখ গর্ভবতী নারী সরাসরি উপকৃত হবেন বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, ‘এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিট ফর আর্লি ইয়ারস (বিইআইবিইওয়াই) প্রকল্পের এই ঋণ ব্যবহার করা হবে। এই প্রকল্পের মাধ্যমে নারীদের গর্ভকালীন সময়ে পুষ্টির উন্নতির পাশাপাশি কাউন্সেলিং পরিষেবা দেওয়া হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে যেসব ঝুঁকিপূর্ণ পরিবারে চার বছরের কম বয়সী শিশু রয়েছে, সেসব পরিবারের মায়েরাও সুবিধা পাবেন।
এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উল্লেখ করেন, বর্তমানে যে শিক্ষা ও স্বাস্থ্যকাঠামো রয়েছে তাতে বাংলাদেশে জন্মগ্রহণকারী শিশুর উত্পাদনশীলতার হার মাত্র ৪৬ শতাংশ; কিন্তু এটি পরিবর্তন করার সুযোগ আছে। নারীদের প্রসবের আগে এবং শিশুদের জন্মের প্রথম ১ হাজার দিনে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা, শৈশবকাল জুড়ে যত্ন নেওয়া, শিশুর মস্তিষ্কের বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এতে প্রত্যেক শিশুকে আরও উৎপাদনশীল হতে সহায়তা করবে।