লেবাননের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাস ‘দুর্বল’ হয়ে পড়লে তাদেরকে সমর্থন দিতে শিয়া সংগঠন হিজবুল্লাহ ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে অংশ নেবে।
সংবাদপত্রের মতে, হামাসকে ধ্বংস করার হুমকি হিজবুল্লাহর জন্য সংঘাতে হস্তক্ষেপের জন্য একটি লাল রেখা হবে। শিয়া সংগঠন সম্ভবত মধ্যপ্রাচ্য সংঘাতের আরও বৃহত্তর বৃদ্ধি এড়াতে তার বাহিনীকে ঠেকিয়ে রাখছে, কর্মকর্তা উল্লেখ করেছেন। তার মতে, হিজবুল্লাহ বিশ্বাস করে যে, হামাসের এখনই সাহায্যের প্রয়োজন নেই।
গাজা উপত্যকা থেকে ইসরাইলে হামাস যোদ্ধাদের সশস্ত্র অনুপ্রবেশের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামাস আন্দোলন এই হামলাকে জেরুজালেমের টেম্পল মাউন্টে আল আকসা মসজিদের প্রতি ইসরাইলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া বলে মনে করে।
ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং লেবানন ও সিরিয়ার ছিটমহল এবং নির্দিষ্ট কিছু এলাকায় হামলা চালাতে শুরু করে। পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে। সূত্র: তাস।