রাজধানীতে আজ একই দিনে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিএনপি। এ সমাবেশে মূলত সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরবে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ তুলে ধরবে তাদের শাসনামলে হওয়া দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড
আজ দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হবে। সমাবেশের প্রস্তুতি জানাতে গতকাল বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বেলা ১১টা থেকে ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকায় আসবেন। সবাই শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবেন। সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হবে। দুপুর আড়াইটায় মূল অনুষ্ঠান শুরু হবে।’
সমাবেশের পরও নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও
সমৃদ্ধির অগ্রযাত্রা রোধ করতে একটি চিহ্নিত মহল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির অন্তরে ক্ষমতাকেন্দ্রিক ক্ষুধার আগুন। সেই ক্ষুধার আগুন নেভাতে মরণ কামড় দিতে প্রস্তুত। তাই আওয়ামী লীগের সব নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।’
এদিকে এক কিলোমিটারের মধ্যে দুই বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে রাজধানীজুড়ে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। মানুষের মাঝে আতঙ্কও আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুই দলকে শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দুই দলই শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
শান্তি সমাবেশের প্রস্তুতির বিষয়ে দৈনিক আমাদের সময়কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বলেন, মঞ্চ তৈরি থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। তবে কেউ আন্দোলনের নামে জ¦ালাও পোড়াও করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আমরা আক্রমণে যাব না, আমরা ডিফেন্সে আছি। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে পারে এমন কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে আবু আহমেদ মান্নাফী বলেন, ‘এটা আগে থেকে বলা মুশকিল। তবে তাদের অভ্যাস রয়েছে। ২০১৪ ও ২০১৫ সালের কথা তো আমরা ভুলিনি।’
এ বিষয়ে আমাদের সময়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে মানুষের জন্য একটাই বার্তা থাকবে- আপনারা উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। আওয়ামী লীগের বিজয় হলে উন্নয়ন হবেই। ভয়ের কোনো কারণ নেই।’