ইসরাইল ও লেবাননে আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে আমেরিকা। সেদেশের রিপোর্টে জানা গিয়েছে, যদি যুদ্ধের তীব্রতা এইভাবে বাড়তে থাকে তাহলে মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ইসরাইল ও লেবানন মিলিয়ে প্রায় সাত লাখ মার্কিন নাগরিক বসবাস করেন। তাদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত মার্কিন প্রশাসন।
আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, যুদ্ধে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করার পরিকল্পনা চলছে প্রশাসনের অন্দরে। ইতিমধ্যেই ইসরাইলে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যুদ্ধবিধ্বস্ত ইসরাইল ছাড়া কার্যত অসম্ভব। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের তীব্রতা আরও বাড়বে বলেই অনুমান। ফলে বিশেষ বিমানের ব্যবস্থা না করলে যুদ্ধের মধ্যেই আটকে থাকতে বাধ্য হবেন মার্কিন নাগরিকরা।
ইসরাইলের পাশাপাশি লেবাননের পরিস্থিতি নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। দুই দেশে বসবাসকারী প্রত্যেক মার্কিন নাগরিককেই আমেরিকায় ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। এখনই সরকারিভাবে কোনও সিদ্ধান্ত না নিলেও প্রশাসনের অন্দরে তোড়জোড় শুরু হয়েছে। ইসরাইলের ৬ লক্ষ ও লেবাননের ৮৬ হাজার মার্কিন নাগরিকের প্রত্যেককেই দেশে ফিরিয়ে আনা হবে।
বিশাল সংখ্যক মানুষকে ফেরানোর জন্য যে পরিবহন ব্যবস্থার প্রয়োজন, তার ব্যবস্থাও শুরু করেছে মার্কিন প্রশাসন। যদিও যুদ্ধের সময়ে ইসরাইলকে সমর্থন করছে আমেরিকা। তবে প্রশাসনের অন্দরের খবর, বন্ধুরাষ্ট্র ইসরাইলে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা।