মহারাষ্ট্রে সোমবার থেকে খুলছে স্কুল


Rajshahir Somoy Desk , আপডেট করা হয়েছে : 20-01-2022

মহারাষ্ট্রে সোমবার থেকে খুলছে স্কুল

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহের শুরু থেকে ভারতের মহারাষ্ট্র রাজ্যে খুলে যাচ্ছে সব স্কুল। রাজ্যটির রাজধানী শহর মুম্বাইয়েও শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুলে পাঠদান চলবে।

মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বর্ষা বলেছেন, ‘আগামী ২৪ জানুয়ারি থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস খুলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের এ প্রস্তাব মেনে নিয়েছেন।’

এ মাসের শুরুতে মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হচ্ছে। কিন্তু বর্তমানে সংক্রমণ ক্রমশ কমতির দিকে।

এ প্রেক্ষিতে অনর্থক স্কুল, কলেজ বন্ধ করে রাখতে চায়নি ঠাকরে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। তাই এই মর্মে আবেদন গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে।

এই প্রসঙ্গে বর্ষা বলেন, ‘আমরা এই মর্মে প্রস্তাব পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রী ঠাকরের কাছে। সেখানে বলা হয়েছিল, আগামী সোমবার, অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে স্কুল খুলতে স্থানীয় প্রশাসন প্রস্তুত। মুখ্যমন্ত্রী আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। সোমবার থেকে রাজ্যে স্কুল খুলে যাচ্ছে।’

শিক্ষামন্ত্রী ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ও শিক্ষক-শিক্ষাকর্মীদের টিকা নেয়ার ব্যাপারে জোর দিয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]