বিকেলে বসছে একাদশ সংসদের শেষ অধিবেশন


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 22-10-2023

বিকেলে বসছে একাদশ সংসদের শেষ অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। চলতি সংসদের শেষ অধিবেশন এটি।

রোববার (২২ অক্টোবর) ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ২০২৩ সালের ৫ম অধিবেশনটি শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন।
 
গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
 
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়। এ অধিবেশন কয়দিন চলবে তা অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
 
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় ২ ডজন বিল অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে বেশকিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোনো বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোনো অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]