হিমাচলের সুইসাইড পয়েন্টে খাদে পড়ে নববধূর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 12-03-2022

হিমাচলের সুইসাইড পয়েন্টে খাদে পড়ে নববধূর মৃত্যু

হিমাচল প্রদেশের কিন্নৌরের সুইসাইড পয়েন্টে খাদে পড়ে জয়িতা দাস (২৮) নামের এক  নববধূর মৃত্যু হয়েছে।  নিহত নববধূ উত্তর চব্বিশ পরগণার আগরপাড়ার বাসিন্দা।   

জানা গেছে , গত ২০ ফেব্রুয়ারী গরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকার বাসিন্দা জয়িতার সঙ্গে বিয়ে হয়েছিল দমদম পাইকপাড়ার বাসিন্দা রাহুল পোদ্দারের ৷ বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে গত (৪ মার্চ) হিমাচল প্রদেশে বেড়াতে যায় এই নবদম্পতি ৷

শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের কিন্নৌর পুলিশ স্টেশনের পুলিশের ফোন পান জয়িতার বাবা ৷ এক পুলিশ কর্মকর্তা জানান, কিন্নৌরের সুইসাইড পয়েন্ট থেকে খাদে পড়ে জয়িতার মৃত্যু হয়েছে ৷

প্রায় চারশো থেকে পাঁচশো ফুট গভীর খাদে পড়ে যান ওই তরুণী ৷ তবে অক্ষতই রয়েছেন তাঁর স্বামী রাহুল ৷ জয়িতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে হিমাচল প্রদেশের পুলিশ৷

 এই খবর পাওয়ার পরই দুই পরিবারের সদস্যরাই তড়িঘড়ি হিমাচল প্রদেশে রওনা হন ৷ শনিবার জানা যায়, সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন জয়িতা ৷ তখনই অসাবধনতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ প্রাথমিক ভাবে অবশ্য জয়িতার স্বামীর দিকে কোনও অভিযোগ তোলেনি গৃহবধূর পরিবার ৷

জয়িতার বাবা যাদব চন্দ্র দাস বলেন, 'অন্যরকম কিছু মনে হচ্ছে না ৷ কিন্তু মেয়ে পড়ে যাওয়ার সময় জামাই তাঁকে বাঁচানোর চেষ্টা করেছে কি না, জানি না৷'

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জয়িতার প্রতিবেশীদের মধ্যেও৷ স্থানীয় কাউন্সিলর অনুপম দত্ত বলেন, এমন প্রাণবন্ত একটি মেয়ের মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না ৷  পাশাপাশি, মৃত্যুর পিছনে প্রকৃত কারণ কী, তাও খুঁজে বের করা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

রাজশাহীর সময় / এম জি


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]