বড় ভাই নজরুল ইসলামের পর এবার দক্ষিণ আফ্রিকার রজেটিনভিলে সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম দিদার (৩৭) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টায় জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন।
নিহত ব্যবসায়ী ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব হরিপুর গ্রামের আজিজুল হক মজুমদার লাতুর পুত্র। আফ্রিকা যাওয়ার আগে তিনি ছাগলনাইয়া শহরে নিউমার্কেটের ব্যবসায়ী ছিলেন।
ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, খোরশেদ আলম দিদার দীর্ঘদিন জোহানেসবার্গের রজেটিনভিলে ব্যবসা করে আসছেন। সেখানে গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। বৃহস্পতিবার সকাল ৬টায় জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে নিহতের বড় ভাই নজরুল ইসলামও একই শহরে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান বলে জানা গেছে।
এদিকে খোরশেদ আলম দিদারের মৃত্যুর খবরে ছাগলনাইয়ায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।