ধামরাইয়ে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে দুই ছেলে ও মা নিহত


, আপডেট করা হয়েছে : 12-03-2022

ধামরাইয়ে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে দুই ছেলে ও মা নিহত

ধামরাইয়ে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরো তিন জন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মমতাজ ডায়াবেটিস হাসপাতালের সামনে ঢুলিভিটা-ধামরাই বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাড়ারিয়া ইউনিয়নের নাসির উদ্দীন খানের স্ত্রী পিয়ারা বেগম (৪৫), দুই ছেলে নাসিব খান (২০) ও ছোটন খান (১৮)।

আহতরা হলেন ভাড়ারিয়া ইউনিয়নের আবুল দেওয়ানের ছেলে সিএনজি চালক শাহ আলম (৩২) ও একই এলাকার মামুনের ছেলে তুষার (২৪)। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

নিহত ছোটন খানের চাচাতো ভাই হৃদয় জানান, রাতে ধামরাইর ঢুলিভিটা এলাকা থেকে ভাড়ারিয়ায় নিজেদের বাড়িতে আসার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন তারা। সিএনজিতে চালকের দুইপাশে দুইজন যাত্রী ও পেছনে ৬ জন যাত্রী ছিলেন।

সিএনজিটি মমতাজ মেডিকেল এলাকায় এলে অপরদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সকলেই গুরুতর আহত হন। এসময় আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক ছোটনকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত পিয়ারা বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে ঢাকায় পাঠানো হলে পথেই তাদের মৃত্যু হয়।

এছাড়াও গুরুতর অবস্থায় আহত আরও দুইজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহত মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে।

রাজশাহীর সময় / জি আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]