‘তোমরা মুসলিমরা মরবে’.. একই বুলি আওড়াতে আওড়াতে বছর ছয়েকের শিশুর বুকে-পেটে কোপাতে কোপাতে থাকেন বৃদ্ধ। বাধা দিতে এলে শিশুর মাকেও কয়েকবার ছুরির কোপ বসিয়ে দেওয়া হয়। ইজরায়েল-হামাস যুদ্ধের রেশ ছড়াল আমেরিকাতেও। প্যালেস্তিনীয় বংশোদ্ভূত এক পরিবারের উপর নির্মমভাবে হামলা চলল ইলিনয়েসে।
ঘটনা শনিবারের। কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, ওই শিশু ও তার মা একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িরই বাড়িওয়ালা নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করে তাদের। মহিলা সময়মতো ৯১১ তে ফোন করে দেন। পুলিশ এসে গ্রেফতার করে বৃদ্ধ বাড়িওয়ালাকে।
কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশনস -এর তরফে জানানো হয়েছে, ইলিনয়েসের ওই এলাকায় গত কয়েকদিন ধরেই বিক্ষোভের ধিকিধিকি আগুন জ্বলছে। সেখানে কয়েক পরিবার প্যালেস্তিনীয় বংশোদ্ভূতরা থাকে। ওই শিশুটি প্যালেস্তিনীয়-আমেরিকান বংশোদ্ভূত। জানা গেছে, ওই পরিবারকে আগেই বাড়ি ছাড়তে বলেছিলেন ওই বাড়িওয়ালা। শনিবার সন্ধেয় তিনি তাঁদের ঘরের দরজা ঠকঠক করে। মহিলা দরজা খোলার সঙ্গে সঙ্গে তাঁকে ছুরির কোপ বসান বৃদ্ধ। মহিলা ছিটকে পড়ে গেলে তাঁর ৬ বছরের শিশুটির উপর নির্যাতন শুরু হয়। ‘তোমাদের মারব’ এই বুলি আওড়াতে আওড়াতে কোপের পর কোপ বসাতে থাকেন শিশুর বুকে-পেটে।
সন্তানকে বাঁচাতে ছুটে এলে মহিলার পেটেও ছুরি গেঁথে দেন বৃদ্ধ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। শিশুটিকে বাঁচানো যায়নি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই মহিলা। আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুর অটোপ্সি করে পেটের ভেতর থেকে কয়েক ইঞ্চি ধারালো ব্লেড বের করা হয়েছে।