বরই চাষে বাগানীরা লাভবান হলেও, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা


রুবাইত হাসান ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-03-2022

বরই চাষে বাগানীরা লাভবান হলেও, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

নওগাঁর পত্নীতলায় বরই চাষে বরই বাগানীরা লাভবান হলেও মৌসুমের শেষ সময়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বরেন্দ্র অঞ্চল হিসাবে খ্যাত জেলার সীমান্তবর্তী এ জেলায় এবার রেকর্ড পরিমান বরই চাষ হয়েছে।যার ফলে বহুগুনে বেড়েছে উৎপাদন মাত্রা। জমির মালিক কাউকে নির্দিষ্ট সময়ের জন্য জমি আম বাগান তৈরিতে লিজ/ইজারা দিয়েছেন, সেই ইজারাদার ব্যক্তিদের বেশিরভাগই বরই মুকুল এলেই মৌসুমি ব্যবসায়ীদের কাছে ওই বছরের ফল বিক্রি করার চুক্তি করে ফেলেন। 

এর মধ্যে অনেকেই আবার মৌসুমের প্রথম দিকে চড়া মূল্য হওয়ায় নিজেই শ্রমিক লাগিয়ে ফল পেড়ে বাজারে বিক্রি করেন যা এবারও হয়েছে। এবার মৌসুমের প্রথম দিকে ১৫০-১৬০ টাকা কেজি দরে বরই বিক্রি হয়েছে। কিছুদিন পর ওই ইজারাদার মৌসুমি ব্যবসায়ীদের কাছে পুরো বাগানের ফলের আনুমানিক মূল্য ধরে বিক্রি করেন। আর মৌসুমি ব্যবসায়ীরা তা ক্রয় করে শ্রমিক লাগিয়ে অথবা নিজে ও পরিবারের লোকজন নিয়ে বরই পেড়ে তা বাজারে তোলেন। 

শুক্রবার (১১ মার্চ) পত্নীতলা সদর নজিপুর পৌরসভায় সরেজমিনে বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি আপেল কুল,বল সুন্দরী বিক্রি নাম মাত্র মূল্য ১৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকায়। টক জাতীয় শুটকি বানানোর বরই বিক্রি হচ্ছে ৭-১০ টাকায়। 

পৌরসভার ৩ নং ওয়ার্ডেও মৌসুমি ফল ব্যবসায়ী সাইদুর রহমানের সাথে কথা বলে জানা যায় , তিনি এবার (৩৩) শতক মাপে ৫ বিঘা বরই বাগান কিনেছেন ১ লক্ষ টাকায়। এর মধ্যে বাগানের তিন ভাগের এক ভাগ বরই তিনি বিক্রি করেছেন যা থেকে তিনি প্রায় ৫০,০০০ টাকা পেয়েছেন। আরো দুই ভাগ বরই গাছেই রয়েছে তা থেকে তিনি আশা করছেন আরো ১ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। কিন্তু ১৫০-১৬০ টাকা কেজি দরে প্রথম দিকে বাজার মূল্যে বিক্রি হলেও, নিত্য পণ্য বাজারের উর্ধ্বগতি আর বরই বাজারে ধস নিয়ে তিনি চিন্তিত। অ

ন্যান্য বার নিজ এলাকা ছাড়া পাশের এলাকা ও শহরে বরই বিক্রি করা গেলেও এবার বাজারের এমন ধসে পরিবহন খরচই সামলানো যাচ্ছেনা। এক রকম বাধ্য হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরই নিয়ে বসে থাকতে হচ্ছে। দোকানদার অনেক ক্রেতা নগন্য।নিজে ও পরিবারের লোকজনদের নিয়েই বাগান থেকে ফল তুলে বাজারে আনতে হচ্ছে ,অন্যদিকে রাতেও দেখভাল করতে হয় বাগানের। তাই বাগানীরা লাভবান হলেও অধিক মুনাফার আসায় বাগান ক্রয় করে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা।

রাজশাহীর সময় / এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]