মসজিদে হারামে ফিলিস্তিনের জন্য দোয়ায় যা বললেন জুমার খতিব


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-10-2023

মসজিদে হারামে ফিলিস্তিনের জন্য দোয়ায় যা বললেন জুমার খতিব

১৩ অক্টোবর মসজিদে হারামেরর জুমার খুতবায় আল আকসা মসজিদ ও ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন জুমার খতিব শেইখ উসামাহ খাইয়াত।

আল্লাহর কাছে আল আকসা মসজিদ ও ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রার্থনা করে তিনি বলেন, হে আল্লাহ মসজিদে আকসাকে মুক্ত করুন! ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন। তাদের হেফাজত করুন চতুর্দিক থেকে, আপনার মর্যাদা ও বড়ত্বের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করুন! হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের জন্য জন্য সহায়ক হন, সাহায্যকারী হন, তাদের আহত ও নিহতদের ওপর রহম করুন, তাদের নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন!

দোয়া করার সময় কেঁদে ফেলেন খতিব শেইখ উসামাহ। কান্নার দমকে তার কথা আটকে যাচ্ছিলো।

শেইখ উসামাহ খাইয়াত ১৯৯৭ সাল থেকে মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

শেইখ উসামাহ ১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল গনি। তার বাবা শেখ আব্দুল্লাহও মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। তিনি ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]