চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার প্রানকেন্দ্র রহনপুর রেলওয়ে স্টেশনে পূর্নাঙ্গ রেলবন্দর বাস্তবায়ন করার দাবীতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রেলওয়ে স্টেশনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্বে জনসভায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশীদ আলম বাচ্চু, সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, বিএনপি নেতা এনায়েত করিম তোকি, নারী নেত্রী হালিমা খাতুন, হোসনে আরা পাখি, ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, নারী নেত্রী সাবিহা শবনম কেয়া, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের নেতা সুমন সাহা, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ছাত্রলীগ নেতা এন্তাজুল হক,মুরশালিন, মৌসুমি আক্তার স্মৃতি, যুবদল নেতা বকুল প্রমুখ।
জনসভায় বক্তারা বলেন, অবিলম্বে রহনপুরকে রেলবন্দরের ঘোষনা দিতে হবে। কারণ রহনপুরকে রেলবন্দর বাস্তবায়ন করার মতো সকল অবস্থা ও পরিবেশ রয়েছে। পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। রহনপুর একটি ঐতিহ্যবাহী স্থান। তাই যৌক্তিক কারণেই রহনপুরকে রেলবন্দর ঘোষণা দিতে হবে।। জনসভা থেকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়। এই সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে চুড়ান্ত কর্মসূচি দেয়া হবে।
রাজশাহীর সময় / এএইচ