বুসানে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘বলী’


বিনোদন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2023

বুসানে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘বলী’

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‌'বলী’ (দ্য রেসলার)। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী ।

আজ শুক্রবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

উৎসবটির ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারপ্রাপ্ত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। নিউ কারেন্টস বিভাগে এটাই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যা পুরস্কার জিতল। এই বিভাগে জাপানের ‌'মোরি তাতসুয়া' নামের আরও একটি সিনেমা পুরস্কার জিতেছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছ ৩০ হাজার ডলার। 

সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান।  প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এক জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উৎসবটি  আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে একটি জায়গা করে নিয়েছে। এ বছর ছিল উৎসবের ২৮তম আসর। উৎসবে ‘বলী’ ছাড়াও বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ নামের আরও দুটি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]