ইজরায়েল-হামাস সংঘাত এবার নেটদুনিয়ায়!


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-10-2023

ইজরায়েল-হামাস সংঘাত এবার নেটদুনিয়ায়!

গত পাঁচদিন ধরে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় রক্তাক্ত ইজরায়েল। এর মাঝেই নতুন করে উদ্বেগ বাড়ছে ইহুদিভূমে। হামাস সমর্থিত অনলাইন হ্যাকারদের নিশানায় এবার ইজরায়েলিরা। নিয়মিত বদলে দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য। সংবাদ সংস্থা মারফত উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য।

রয়টার্স সূত্রে খবর, সুন্নি জঙ্গি সংগঠন হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াইয়ে তীক্ষ্ণ নজর রেখে চলেছে অনলাইন হ্যাকাররা। যা স্বীকার করেছে 'হ্যাক্টিভিস্ট' দলগুলোও। এই দলের হ্যাকাররা জানিয়েছে, তারা অনলাইনে ইজরায়েলিদের নিশানা করছে। জেরুজালেম পোস্টয়ের মতো ওয়েবসাইটের তথ্যও বদলে দেওয়া হয়েছে। কিন্তু কারা এই 'হ্যাক্টিভিস্ট'? হ্যাকার ও অ্যাক্টিভিস্টদের মিলিত সংযোজন এই 'হ্যাক্টিভিস্ট'। যারা যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের পছন্দের পক্ষকে সমর্থন জানায়। ফলে রণক্ষেত্রের যুদ্ধ অ্যাক্টিভিস্টদের হাত ধরে অনলাইনেও চলে আসে। যার উদাহরণ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই লড়াইয়েও।

হামাস সমর্থিত বিভিন্ন হ্যাকার দল ইজরায়েলের বিরুদ্ধে কাজ করছে। যাদের 'অনলাইন' হামলার শিকার হচ্ছেন ইজরায়েলিরা। এনিয়ে হামাস সমর্থিত হ্যাকার দল 'অ্যাননঘোস্ট' নিজস্ব সোশাল মিডিয়া চ্যানেলে দলটি দাবি করেছে, ইজরায়েলের জরুরি সতর্কতা জারি করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটিয়েছে তারা। অন্য একটি হামাস সমর্থিত দল আননিমাসসুদান নামের আরেক দল টেলিগ্রামে বলেছে, তারা সক্রিয়ভাবে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি কাঠামোকে শিকার বানিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য অনুসারে, ইজরায়েলের একশোর বেশি ওয়েবসাইট 'ডিডিওএস' আক্রমণের মুখে পড়েছে। এবিষয়ে জেরুজালেম পোস্টের চিফ এডিটর আভি মেয়ার জানিয়েছেন, 'আক্রমণকারীরা গত কয়েকদিন ধরে আমাদের অফলাইনে থাকতে বাধ্য করেছে। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরাসরি আক্রমণ।'

উল্লেখ্য, প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার প্রত্যুত্তরে মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেওয়ার হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যা বাস্তবায়নে সফলভাবে কাজ করছে ইহুদি দেশটির সেনা। দুপক্ষের এই রক্তক্ষয়ী লড়াইয়ের মাঝে উত্তাপ ছড়াচ্ছে হামাস সমর্থিত অনলাইন হ্যাকার দলগুলো। ইজরায়েলকে বিপাকে ফেলতে নিয়মিত কাজ করছে তারা। যা নিয়ে বাড়ছে উদ্বেগ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]