যেভাবে আল্লাহর শোকর আদায় করতেন রাসুল (সা.)


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2023

যেভাবে আল্লাহর শোকর আদায় করতেন রাসুল (সা.)

আয়েশা (রা.) থেকে বলেন, আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তার দুই পা ফুলে যেতো। একদিন আমি বললাম, আল্লাহর রাসুল! আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তবু আপনি কেন এত কষ্ট করছেন? নবিজি (সা.) বললেন, এত নেয়ামতের পরও আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে আগ্রহী হবো না? (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

১. আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা আদায় অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তার বান্দাদের দুই ভাগে ভাগ করেছেন। এক অংশকে বলেছেন ‘শাকের’ বা কৃতজ্ঞ, আরেক অংশকে বলেছেন ‘কাফুর’ বা অকৃতজ্ঞ। আল্লাহ বলেন,

اِنَّا هَدَیۡنٰهُ السَّبِیۡلَ اِمَّا شَاکِرًا وَّ اِمَّا کَفُوۡرًا

আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ হবে। (সুরা দাহর: ৩)

কোরআনের আরেকটি আয়াতে শোকর আদায়ের নির্দেশ দিয়ে ও অকৃতজ্ঞ হতে নিষেধ করে আল্লাহ বলেন,

وَاشْكُرُو لِي وَلَا تَكْفُرُونَ

তোমরা আমার শোকর আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। (সুরা বাকারা: ১৫২)

শোকর শুধু মুখে বলার নাম নয়, অন্তরে, মুখে ও কাজের মাধ্যমেও শোকর আদায় করতে হয়। প্রকৃত শোকর হলো মুখে নেয়ামতদাতার প্রশংসা করা ও নেয়ামতের কথা স্বীকার করা, অন্তরেও নেয়ামতের কথা স্বীকার করে নেয়ামতদাতার প্রতি ভালোবাসা পোষণ করা এবং কাজে নেয়ামতদাতার আনুগত্য করা, তার নির্দেশ মেনে চলা। আল্লাহ বলেন,

اِعۡمَلُوۡۤا اٰلَ دَاوٗدَ شُکۡرًا وَ قَلِیۡلٌ مِّنۡ عِبَادِیَ الشَّکُوۡرُ

হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতাস্বরূপ আমল করে যাও, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। (সুরা সাবা: ১৩)

এ হাদিসে নবিজিও (সা.) বুুঝিয়ে দিয়েছেন, আল্লাহর শোকর আদায় করতে হবে হবে তার আনুগত্য ও ইবাদতের মাধ্যমে।

২. কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘আমার বান্দাদের মধ্যে খুব অল্পই শোকর করে।’ অর্থাৎ শোকর আদায়কারীরা আল্লাহর অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত বা তারা আল্লাহর বিশেষ বান্দা। তাই আল্লাহর শোকর আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তীব্র আগ্রহ আমাদের সবার মধ্যে থাকা উচিত। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যেন আমাদের নাম আল্লাহর শোকর আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়।

৩. আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তার শোকর আদায় অত্যাবশ্যক। আল্লাহ তাআলা বলেছেন,

اِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنۡکُمۡ ۟ وَ لَا یَرۡضٰی لِعِبَادِهِ الۡکُفۡرَ وَ اِنۡ تَشۡکُرُوۡا یَرۡضَهُ لَکُمۡ

তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেননা। যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তিনি তোমাদের জন্য এটাই পছন্দ করেন। (সুরা যুমার: ৭)

অকৃতজ্ঞ বান্দাদের কঠোর শাস্তির হুশিয়ারি দিয়ে আল্লাহ বলেন,

لَئِنۡ شَکَرۡتُمۡ لَاَزِیۡدَنَّکُمۡ وَ لَئِنۡ کَفَرۡتُمۡ اِنَّ عَذَابِیۡ لَشَدِیۡدٌ

তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে বাড়িয়ে দেবো, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি হবে কঠোর। (সুরা ইবরাহিম: ৭)


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]