পরীক্ষার খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে থাপ্পড় মারল ছাত্র!


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 09-10-2023

পরীক্ষার খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে থাপ্পড় মারল ছাত্র!

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলাকালে কক্ষে দায়িত্বরত শিক্ষককে থাপ্পড় মেরে পালিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী পলাতক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান জানান, রবিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলছিল।

ওই কক্ষে দায়িত্বরত ছিলেন বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। পরীক্ষা চলাকালে হলে বিশৃংখলা ও অসদুপায় অবলম্বন করে এক ছাত্র। এ সময় দায়িত্বরত শিক্ষক ওই ছাত্রের খাতা নিয়ে নিলে ক্ষুব্ধ হয়ে সে শিক্ষককে চড়-থাপ্পড় মেরে পরীক্ষার হল থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরে ওই ছাত্র বিদ্যালয়ে থাকা তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে তদন্ত কমটি গঠন হয়েছে। প্রতিবেদন পেলে আমার সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

এদিকে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারকে। তিন কার্যদিবসের মধ্য কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গার একটি বিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানায়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]