গুরুদাসপুরে নদী রক্ষায় আলোচনা সভা


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-10-2023

গুরুদাসপুরে নদী রক্ষায় আলোচনা সভা

‘‘দখল দূষণ আর নয়’ ফিরিয়ে দাও নদীর অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে চলনবিল ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব পরিবেশবাদী এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় ও বাংলাদেশ পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির কেন্দ্রিয় নির্বাহী সদস্য পরিবেশবাদী মো. আফজাল হোসেন। 

সভায় আলোচক ছিলেন উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি এসএম মজিবুর রহমান মজনু, সাধারন সম্পাদক মো. এমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক আলী আককাছ। চলনবিল রক্ষা আন্দোলন কমিটির নেতা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপির সঞ্চালনায় নদীর অধিকার ও পুর্নাঙ্গ তালিকা প্রণয়ন বিষয়ক প্রবন্ধ পাঠ করেন উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। 

আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, বিএডিসি প্রকৌশলী মো. সাইদুর রহমান, কাউন্সিলর শেখ সবুজসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা চারঘাটের উৎসমুখে নির্মিত স্লুইচগেট অপসারণ করার দাবী করেন। তাদের ধারনা ওই স্লুইচগেট অপসারিত হলে চলনবিলের বড়াল, নন্দকুঁজা, আত্রাই ও গুমানিসহ অন্যান্য নদী প্রাণ ফিরে পাবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]