শনিবরই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। সেই ভূমিকম্পে মৃত্যুমিছিল জারি রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রাথমিক ভাবে জানা যায়, ১৪ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। তবে পরবর্তীতে সরকারের তরফে জানানো হয়, অন্ততপক্ষে ১২০ জনের মৃত্যু হয়েছে। আর রাষ্ট্রসংঘ জানায় মৃতের সংখ্যা ৩২০।
রবিবার সকালে তালিবানি প্রশাসনের তরফে আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানিয়ে দিলেন যে আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। পরে জানানো হয়, মৃতের সংখ্যা প্রায় ২০০০। (আরও পড়ুন: 'আমাদের জবাই করা হচ্ছে', ইজরায়েলে মৃত ৩০০, জবাবি হামলায় গাজা ভূখণ্ডে মৃত ২৩০)
প্রসঙ্গত, শনিবার আফগানিস্তানের উত্তর-পশ্চিমের হেরাট প্রদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পটির উৎসস্থল ছিল হেরাট থেকে ৪০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। এরপর পাঁচটি ‘আফটার শক’ অনুভূত হয় কিছুক্ষণের মধ্যেই। রিখটার স্কেলে ‘আফটার শক’গুলির কম্পনমাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫। এই আবহে হেরাটের দুর্যোগ মোকাবিলা কর্কৃপক্ষের প্রধান মোসা আশারি গতকাল বলেছিলেন, 'এখনও পর্যন্ত ১০০০ জনেরও বেশি মহিলা, শিশু এবং বৃদ্ধের আহত হয়েছেন এই ভূমিকম্পে। তাদের চিকিৎসা চলছে। এদিকে মৃতের সংখ্যা ১২০ হয়েছে।' এদিকে ভূমিকম্পের জেরে বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে হেরাটে। এরই মাঝে হেরাটের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লাহ জান সায়েক দাবি করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে। এই আবহে রাষ্ট্রসংঘ দাবি করে মৃতের সংখ্যা ৩২০। আর আজ সংবাদসংস্থা এএফপির তরফে জানানো হয়, আফগান প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ২০০০ ছুঁই ছুঁই।
ভূমিকম্প নিয়ে এর আগে হেরাটের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লাহ জান বলেন, 'ভূমিকম্পের জেরে অনেক জায়গা পুরোপুরি মাটিতে মিশে গিয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে। এই ধরনের এলকা চিহ্নিত করে সেখানে পৌছানোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কাজটা কঠিন হয়ে পড়ছে।' এদিকে এর আগে ২০২২ সালের জুনে পূর্ব আফগানিস্তানে এমনই এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। পাকিস্তানের উত্তরপশ্চিম সীমান্ত লাগোয়া পার্বত্য অঞ্চলের সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১০০০ জন। কম্পনের জেরে কাচা বাড়ি ভেঙে সেখানে আটকে পড়েছিলেন বহু। সময়মতো উদ্ধারকারী দল সেখানে না পৌঁছতে পারায় মৃত্যু হয়েছিল অনেকেরই। এবারও একই ধরনের ঘটনা ঘটল ভূমিকম্প।